স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন: ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার করেন। তেল, গ্যাস, পারমাণবিক বিজ্ঞান এবং শিক্ষাসহ আরও কয়েকটি ক্ষেত্রে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই করেন দুই দেশের প্রেসিডেন্ট।ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসার জন্য তাকে অভিনন্দন জানানোসহ তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, পুতিন বিশ্বের “শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে” অবদান রেখেছেন।ওদিকে, পুতিন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিবিড় করাটা রাশিয়ার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়গুলোর অন্যতম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ‘নির্ভরযোগ্য নিরাপত্তা বলয়’ তৈরির প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
উত্তর কোরিয়া সফরের পর বৃহস্পতিবার পুতিন ভিয়েতনাম সফরে গেছেন। গত মে মাসে পঞ্চম মেয়াদের জন্য রাশিয়ার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি চীন ও উত্তর কোরিয়া সফর শেষে তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনাম সফর করছেন।২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো দেশটিতে সফরে গেলেও এ নিয়ে মোট পাঁচবার ভিয়েতনামে গেলেন পুতিন।যুক্তরাষ্ট্র পুতিনের এই সফরের সমালোচনা করেছে। ভিয়েতনাম সফর পুতিনকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ক্ষুন্ন করছে বলে অভিযোগ তাদের।এই সপ্তাহে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের ন্যায্যতা প্রচারের জন্য কোনও দেশেরই পুতিনকে জায়গা করে দেওয়া উচিত নয়।