স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন:’ ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।বিবিসি বলছে, প্রতিষ্ঠানটির ওপর মস্কোর যে প্রভাব, তা যুক্তরাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জিনা রেইমান্ডো।
“আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা হাতিয়ার হিসেবে ব্যবহারে রাশিয়ার সক্ষমতা ও অভিপ্রায়ের কারণে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে,” বলেন তিনি।মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, “ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রিসহ কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেটও করা যাবে না।”তবে এই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে ক্যাসপারস্কি বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন কোনো কার্যকলাপে তারা জড়িত নয়।
বাইডেন প্রশাসনের এই নিষেদ্ধের ঘোষণাটি কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। ওইদিন থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন ব্যবসাও নিয়ন্ত্রণ করা হবে।নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বিক্রেতাদেরকে বাণিজ্য বিভাগের জরিমানার মুখ পড়তে হবে।রুশ সামরিক গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগে ক্যাসপারস্কির আরো দুটি রুশ এবং যুক্তরাজ্যভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকা যুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে রাশিয়ার এই সফটওয়্যার প্রতিষ্ঠানটি।
২০১৭ সালে হোমল্যান্ড সিকিউরিটি রুশ গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফেডারেল নেটওয়ার্কগুলোতে ক্যাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস নিষিদ্ধ করেছিল।বহুজাতিক প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সদর দপ্তর মস্কোতে হলেও বিশ্বের ৩১টি দেশে তাদের কার্যালয় রয়েছে। তারা ২০০টিরও বেশি দেশে ৪০ কোটির বেশি ব্যবহারকারী এবং ২ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠানকে সেবা দিয়ে আসছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তা রয়টার্স বলেছেন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কোম্পানি ক্যাসপারস্কির সেবা নিচ্ছে। এর মধ্যে টেলিযোগাযোগ, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও রয়েছে।