স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ। ‘ইউক্রেইনে যুদ্ধাপরাধ করছে রুশ বাহিনী’- একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে এমনটাই দাবি করেছে জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফ।চ্যানেলটির সংবাদ অনুষ্ঠান ‘জেডডিএফ হয়টা’ তে ওই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখানো হয়, কীভাবে রুশ সেনারা ইউক্রেইনের রাজধানী কিইভের কাছে একজন নিরস্ত্র ইউক্রেইনীয়কে গুলি করে হত্যা করে।বিবিসি জানায়, ওই ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা এবং জেডডিএফ সেটি হাতে পেয়েছে।
ফুটেজে দেখা যায়, রাজধানী কিইভ থেকে মাত্র কয়েক কিলোমিটার পশ্চিমের একটি মহাসড়কে একজন নিরস্ত্র ব্যক্তি তার গাড়ি থেকে বের হওয়ার সময় কীভাবে রাশিয়ার সেনারা তাকে গুলি করে।
তার পরের দৃশ্যে দেখা যায়, ওই ব্যক্তির নিথর দেহ সড়কে পড়ে আছে। সেখানে আরও বেশ কয়েকজন রুশ সেনা হাজির হয় এবং তারা দেহটি ঘিরে ধরে।
জেডডিএফ হয়টা জানায়, পরে রুশ সেনারা ওই ব্যক্তির গাড়িটি টেনে নিয়ে যায়।বিবিসি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।জেডডিএফ হয়টার দাবি, তারা ইউনিফর্মে সাদা চিহ্ন দেখে রুশ সেনাদের সনাক্ত করেছে। ওই সাদা চিহ্ন ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।ওই ভিডিও ফুটেজের মালিককে খুঁজে পাওয়ার এবং সেটির সত্যতা যাচাই করার দাবিও করেছে কোম্পানিটি।
এই দাবির আগে রুশ সেনাদের বিরুদ্ধে পূর্বের নগরী চেরনিহিভে রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ১০ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল।একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় বুধবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে বিবিসি এই খবর নিরপেক্ষসূত্রে যাচাই করতে পারেনি।