স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: কুয়েতের অগ্নিকাণ্ডে ভারতীয়দের মৃতের সংখ্যা বেড়ে ৪০! এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপর্যস্তদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে কুয়েতের ভারতীয় দূতাবাস।
বুধবার কুয়েতের মেজর জেনারেল ঈদ রশিদ হামাদ জানান, দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে এদিন স্থানীয় সময় ভোর ছটা নাগাদ একটি আবাসনে আগুন লাগে। বিভিন্ন দেশ থেকে সেদেশে কাজ করতে যাওয়া নির্মাণ শ্রমিকরা ওই আবাসনে থাকতেন। একসঙ্গে প্রায় ১৯৫ জন ছিলেন সেখানে। তাঁদের মধ্য়ে তামিলনাড়ু ও কেরলের বহু শ্রমিক ছিলেন সেখানে। শেষ পাওয়া খবর মোতাবেক, এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪০ জনই ভারতীয়। এই ঘটনায় আহতের সংখ্যা ৫০। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমবেদনা জানিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কুয়েতের মানগাফ শহরের অগ্নিকাণ্ডে আমরা শোকাহত। এই ঘটনায় যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কুয়েতের ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। বিপর্যস্তদের সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে কাজ করা হচ্ছে।’
এদিন দুর্ঘটনার খবর পেয়েই বিদেশমন্ত্রী এস জয়শংকর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। ইতিমধ্যে ৪০ জনের মৃত্যুর খবর পেয়েছি। ৫০ জন হাসপাতালে ভর্তি। স্বজনহারাদের পাশে আছি। ভারতীয় দূতাবাসের কর্মীরা ক্যাম্পে পৌঁছে গিয়েছেন। দূতাবাসের তরফে সবরকম সাহায্য করা হবে।’ পরে হতাহতের সংখ্যা আরও বাড়ার খবর মেলে। পড়ে এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় ভারতীয় শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ৯৬৫-৬৫৫০৫২৪৬। যে কোনও সহায়তার জন্য এই নম্বরে যোগাযোগ করুন।’ পাশাপাশি এই ঘটনার তদন্তও শুরু করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।