Thursday, July 10, 2025
বাড়িবিশ্ব সংবাদজার্মানির নেতৃত্বে বৈচিত্র দেখতে চান গিনদোয়ান

জার্মানির নেতৃত্বে বৈচিত্র দেখতে চান গিনদোয়ান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ জুন: সম্প্রতি ইউরো ২০২৪ এর ব্রডকাস্টার এআরডির একটি জরিপে দেখা গেছে, দেশটির পাঁচ ভাগের এক ভাগ মানুষ জার্মানির জাতীয় দলে আরও বেশি শ্বেতাঙ্গ ফুটবলার দেখতে চান। এই জরিপের ফলকে জার্মানির বেশিরভাগ ফুটবলারই বৈষম্যমূলক বলেছেন।জার্মানির টার্কিশ বংশোদ্ভূত অধিনায়ক গিনদোয়ানের মতে, এই বৈষম্য দূর করতে দেশের জাতীয় পর্যায়ের নেতৃত্বে আরও বৈচিত্র আসা প্রয়োজন।“আমি জানি আমার মতো (অভিবাসী) মানুষদের নেতৃত্বস্থানীয় অবস্থানে প্রয়োজন। কারণ এটি বর্তমান জার্মানির বাস্তবতার প্রতিফলন ঘটায়।”“আমরা হয়তো দেখতে কিছুটা ভিন্ন, কিন্তু আমরাও জার্মান। আমি জানি যে আমিও রোল মডেল হতে পারি। তবে এই বিষয় নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাতে চাই না।”

২০২৩ সাল থেকে জার্মানির অধিনায়কত্ব করছেন গিনদোয়ান। তার সাফ কথা, এই দায়িত্ব খেলার বাইরের কোনো কিছুর কারণে পাননি তিনি।“আমি নিজের ব্যাপারে বেশি গুরুত্ব দিতে চাই না। আমার অভিবাসন ইতিহাসের কারণে অধিনায়কত্ব করা হয়নি। এই দুটির কোনো সংযোগ নেই। সতীর্থ ও কোচরা কীভাবে দেখে সেটিই বড় বিষয়।”“আপনাকে তখনই অধিনায়ক করা হয় যখন দলের মধ্যে আপনার সৎ, স্বচ্ছ ও ভালো হিসেবে একটা পরিচিতি থাকে।”আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। এর আগে শুক্রবার রাতে প্রীতি ম্যাচে গ্রিসের মুখোমুখি হবে তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!