Tuesday, October 22, 2024
বাড়িবিশ্ব সংবাদরাফায় লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত: আইডিএফ

রাফায় লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত: আইডিএফ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ মে: গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে মঙ্গলবার রাতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তারা রাফার একটি ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে মারা যায়।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই বিস্ফোরণে আরও তিন ইসরায়েলি সেনা গুরুতর জখম হয়েছেন বলে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।তিন সপ্তাহ আগে গাজার মিশর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।মঙ্গলবার নিহত তিন সেনা সদস্য হলেন সার্জেন্ট আমির গ্যালিলভ (২০)। তিনি দেশটির শিমশিত গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানায় টাইমস অব ইসরায়েল। দ্বিতীয় সেনা মিদরেশেত বেন-গুরিঅনের সার্জেন্ট উরি বার ওর (২১) এবং নিহত তৃতীয় জন জোফারের সার্জেন্ট আইদো অ্যাপেল (২১)।

তারা সবাই নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।এই তিনজনের মৃত্যুতে গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে ২৯১ ইসরায়েলি সেনার প্রাণ গেলো।আইডিএফ তাদের প্রাথমিক তদন্তে জানিয়েছে, ‘ববি ট্রাপের’ মাধ্যমে রাফার ওই ভবনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে একজন সেনা কর্মকর্তা এবং দুই সৈন্য গুরুতর জখম হওয়া ছাড়াও অন্য একজন সেনা কর্মকর্তা মাঝারি আহত হয়েছেন।\একই দিন উত্তর গাজায় যুদ্ধ করার সময় ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তা এবং সৈন্য গুরুতর আহত হন। আর বুধবার ভোরে মাল্টি-ডোমেইন ইউনিটের আরেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও বিবৃতিতে যোগ করেছে আইডিএফ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য