Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ডজনখানেক টর্নেডোর আঘাতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ডজনখানেক টর্নেডোর আঘাতে নিহত ৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ এপ্রিল: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সমভূমিতে ডজনখানেক টর্নেডো তাণ্ডব চালিয়েছে, এতে ওই অঞ্চলের ওকলাহোমা অঙ্গরাজ্যে চার মাসের একটি শিশুসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।আবহাওয়া পূর্বাভাসে রোববার ৭০ লাখেরও বেশি আমেরিকানের জন্য টর্নেডো সতর্কতা জারি করা হয়েছিল। ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট রোববার অঙ্গরাজ্যটির জন্য দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছিলেন। এতে জরুরি উদ্ধার ও পুনর্বাসন অভিযানগুলো গতি পেয়েছিল।স্থানীয় সময় রোববার বিকালে টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সালফার পরিদর্শনে গিয়ে স্টিট বলেন, “আমি গভর্নর হওয়ার পর থেকে নিশ্চিতভাবে (এবারই) সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।” ২০১৯ সালে ওকলাহোমার গভর্নর হিসেবে কাজ শুরু করা স্টিট এ সময় হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ অবস্থা জানান। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) টেক্সাসের পূর্বাঞ্চলে থেকে শুরু করে উত্তর দিকে ইলিনয় ও উইসকনসিন পর্যন্ত অঞ্চলের অন্তত ৪ কোটি ৭০ লাখ বাসিন্দার জন্য ঝড়ের সতর্কতা জারি করেছিল। এ সময় তীব্র বাতাস, ভারি বৃষ্টি ও শীলাপাত হতে পারে বলে জানিয়েছিল তারা। 

এনডব্লিউএস জানিয়েছে, সম্ভবত ৩৮টি টর্নেডো ওই অঞ্চলটিতে আঘাত হেনেছে আর সবচেয়ে শক্তিশালীগুলো শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ওকলাহোমার কেন্দ্রীয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে। পরে সেগুলো টেক্সাসের উত্তরপশ্চিমাঞ্চল, মিজোরির পশ্চিমাঞ্চল ও ক্যানসাস পর্যন্ত বিস্তৃত হয়েছে।ওকলাহোমার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, আঞ্চলিক হাসপাতালগুলো শতাধিক আহতের কথা জানিয়েছে।টর্নেডোয় বহু অবকাঠামো ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যারিয়েটা শহরে একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখানে কেউ আহত হয়নি, জানিয়েছে রয়টার্স।রোববার সন্ধ্যা পর্যন্ত ওকলাহোমার ২০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জরুরি বিভাগের কর্মীরা রাস্তা পরিষ্কার করতে ও বৈদ্যুতিক লাইন মেরামতে কাজ শুরু করেছেন।রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে,  ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটকে করা এক ফোন কলে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অঙ্গরাজ্যটিকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য