স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ এপ্রিল: আফ্রিকার জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৩ জন ইথিওপীয়র মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট বছর বয়সী একটি বালকও আছে।জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল। মঙ্গলবার জেলেরা কিছু মানুষকে ডুবতে দেখার পর কোস্টগার্ডকে খবর দেয়। উদ্ধারকর্মীরা সাগর থেকে ৩৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন, বাকিরা নিখোঁজ হন বলে জানিয়েছে বিবিসি।
এ বিপর্যয় থেকে বেঁচে যাওয়া যাত্রীদের জিবুতির উপকূলীয় শহর গোদোরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর জাতিসংঘষের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) তত্ত্বাবধানে ইথিওপিয়ায় পাঠানো হয়। জিবুতির কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ইসে ইয়া জানান, ডুবে যাওয়া নৌকাটিতে যারা ছিলেন তারা ইয়েমেন থেকে দেশে ফিরে আসছিলেন, কারণ দেশের চেয়ে বিদেশে জীবনধারণ আরও কঠিন হয়ে উঠেছিল।ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর থেকে লোকজন পালাচ্ছে। চারদিকে স্থলবেষ্টিত দেশটির বাসিন্দারা প্রতিবেশী জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে যায়, সেখান থেকে সৌদি আরব বা অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে তারা। কিন্তু অনেকেই যুদ্ধকবলিত ইয়েমেনে আটকা পড়ে যায়।দুই সপ্তাহ আগে একই জলপথে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে অন্তত ৩৮ জন ইথিওপীয়র মৃত্যু হয়। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত এক দশকে এই জলপথে প্রায় ১০০০ মানুষের মৃত্যু অথবা নিখোঁজ হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।