Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ এপ্রিল: রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা ‘তদন্ত কমিটি’। মঙ্গলবার তদন্ত কমিটি জানায়, অভিযোগের তদন্ত করার পর ইভানভকে (৪৭) আটক করা হয়েছে।  ইভানভ ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছিলেন, তিনি দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পগুলোর দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইভানভের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার ফৌজদারি আইনের ষষ্ঠ ধারার ২৯০ অনুচ্ছেদের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। কথিত ঘুষের পরিমাণ ১০ লাখ রুবেল ছাড়িয়ে গেলে এই অনুচ্ছেদটি প্রয়োগযোগ্য হয়। এ অপরাধে মোটা অঙ্কের জরিমানা এবং সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।  ইভানভ এক সময় মস্কো অঞ্চলের স্থানীয় সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু কিছু সময়ের জন্য মস্কো অঞ্চলের গর্ভনর হিসেবে দায়িত্বপালন করেছিলেন। ইভানভ শোইগুর ঘনিষ্ঠ সহযোগীদের একজন বলে জানা গেছে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইভানভকে গ্রেপ্তারের আগে বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছিল।ইভানভের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের নির্দেশ দিয়ে রেখেছে।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য