Thursday, January 23, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল টিভি টাওয়ার ধ্বংস

ইউক্রেইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল টিভি টাওয়ার ধ্বংস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ এপ্রিল: ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল একটি টেলিভিশন টাওয়ার মাঝ খান থেকে ভেঙে পড়েছে।    রয়টার্স জানিয়েছে, ২৪০ মিটার উঁচু (৭৮৭ ফুট) টেলিভিশন টাওয়ারটির বড় একটি অংশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে।  রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, কিইভের সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা যোগাযোগ অ্যান্টেনাসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম টাওয়ারটিতে স্থাপন করে রেখেছিল। এই টাওয়ারটি এক সময় খারকিভের সবচেয়ে উঁচু ভবন ছিল। গণমাধ্যমে আসা বেশ কয়েকটি ভিডিও ফুটেজে টেলিভিশনটি টাওয়ারটির ভেঙে নিচে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। 

ঘটনার পর ঘটনাস্থল থেকে ধারণ করা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, টাওয়ারটির ভেঙে পড়া অংশটি নিকটবর্তী একটি বনাচ্ছাদিত অংশে পড়ে আছে। টাওয়ারের ধ্বংসাবশেষের আঘাতে আশপাশের ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে টেলিভিশন ভবনের কর্মীরা আগেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার কেউ হতাহত হয়নি।টাওয়ারটি ‘আংশিক ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করেছে ইউক্রেইনের বিশেষ যোগাযোগ পরিষেবা। স্থাপনাটিতে কেএইচ-৫৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে বলে ধারণা স্থানীয় আইন কর্মকর্তাদের।ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, খারকিভকে বসবাসের অযোগ্য করে তোলার জন্য রাশিয়া সচেতনভাবে এ হামলা চালিয়েছে।জেলেনস্কি জানান, তিনি টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার কয়েক মিনিট আগে হামলাটি চালানো হয়। বাইডেনকে তিনি এ হামলার কথা জানিয়েছেন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য