Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদমালয়েশিয়ায় মধ্যাকাশে সংঘর্ষে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

মালয়েশিয়ায় মধ্যাকাশে সংঘর্ষে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ এপ্রিল: মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনীর প্যারেডের জন্য মহড়া চলার সময় মধ্যাকাশে ধাক্কা লেগে দু’টি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০ জন।নিহত সবাই হেলিকপ্টার দু’টির ক্রু সদস্য বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশীয় নৌবাহিনী; খবর বার্তা সংস্থা রয়টার্সের।নৌবাহিনী জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌ-ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। বিবৃতিতে নৌবাহিনী বলেছে, “দুর্ঘটনার শিকার সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছে। তাদের লাশ শনাক্ত করার জন্য লুমুতের সেনা ঘাঁটি হাসপাতালে নেওয়া হয়েছে।”স্থানীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, এক জায়গা থেকে একসঙ্গে অনেকগুলো হেলিকপ্টার উড়ে আসছে, এরমধ্যে দু’টি হেলিকপ্টারের একটির পাখা আরেকটিকে আঘাত করলে উভয়েই নিচে পড়ে যায়। স্থানীয় পুলিশ ভিডিও ফুটেজটি আসল বলে জানিয়েছে।  

বিবিসি জানিয়েছে, মেরিটাইম অপারেশন্স হেলিকপ্টার এইচওএম এম৫০৩-৩ একটি রানিং ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এতে সাতজন ক্রু ছিলেন।অপরটি একটি ফেনেক সামরিক এম৫০২-৬ হেলিকপ্টার নিকটবর্তী একটি সুইমিং পুলে পড়ে বিধ্বস্ত হয়েছে, এতে তিনজন ক্রু ছিলেন।পেরাক রাজ্যের দমকল পরিষেবা জানিয়েছে, তারা স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনার খবর পায়।নৌবাহিনী জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখবে।মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন জানান, আগামী শনিবার মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনীর ৯০তম বার্ষিকী উদযাপনের জন্য প্যারেডের মহড়া দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।  নিহত ক্রু সদস্যদের সবার বয়স ৪০ বছরের নিচে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য