স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। রাশিয়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজোভ সাগরে বাণিজ্যিক নৌযানের চলাচল বন্ধ করে দিয়েছে, তবে নৌ চলাচলের জন্য কৃষ্ণ সাগরের জলপথ খোলা রেখেছে।বৃহস্পতিবার একাধিক কর্মকর্তা ও শস্য খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভাষায় ‘গুরুতর হুমকি’ দূর করতে বৃহস্পতিবার ইউক্রেইনের বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর অনুমোদন দেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীর নিরস্ত্রীকরণই তার উদ্দেশ্য, বলেছেন তিনি।বিশ্বের সর্ববৃহৎ গম রপ্তানিকারক দেশ রাশিয়া মূলত তার কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকেই জাহাজে শস্য সরবরাহ করে। আজোভ সাগরে দেশটির স্বল্প ধারণক্ষমতার একাধিক অগভীর বন্দর আছে।“সব জাহাজ থেমে আছে (আজোভ সাগরে থাকা),” নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এমনটাই বলেছে শস্য খাত সংশ্লিষ্ট এক কর্মকর্তা।রাশিয়া ও ইউক্রেইন বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশ, ভুট্টার ১৯ শতাংশ এবং সূর্যমুখী তেলের ৮০ শতাংশ রপ্তানি করে।