Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদমস্কো হামলা নিয়ে রাশিয়া আমেরিকার সঙ্গে তরজায়

মস্কো হামলা নিয়ে রাশিয়া আমেরিকার সঙ্গে তরজায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ মার্চ : শুক্রবার মস্কোর কাছে একটি কনসার্টে ১৩৩ জন নিহত হওয়ার পরে রাশিয়া এই হামলায় ইউক্রেনীয় সংযোগের বিষয়ে আমেরিকার বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তুলল।
শুক্রবার হোয়াইট হাউস বলেছিল যে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেন মস্কোর হামলার সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে কোনও ইঙ্গিত নেই। একটি সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মস্কো হামলায় ইউক্রেনীয় যোগের বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘‘এই মুহূর্তে এমনও কোন ইঙ্গিত নেই যে ইউক্রেন, বা ইউক্রেনীয়রা গুলি চালানোর সাথে জড়িত। তদন্তের এই পর্যায়ে ইউক্রেন সংযোগের কথা বলাটা সমীচীন হবে না।’’

কিরবির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবারই এক্স হ্যান্ডলে পাল্টা লেখেন, ‘‘হোয়াইট হাউস বলছে যে তারা মস্কো হামলার সঙ্গে ইউক্রেন জড়িত, এমন কোনও ইঙ্গিত দেখতে পায়নি। ওয়াশিংটনের কর্মকর্তারা কিসের ভিত্তিতে এমন সিদ্ধান্তে এলেন? যদি আমেরিকার কাছে এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য থাকে তবে তা অবিলম্বে রাশিয়ার সঙ্গে ভাগ করে নেওয়া হোক। আর তা যদি না থাকে, তা হলে কাউকে প্রশ্রয় দেওয়ার হোয়াইট হাউসের অধিকার নেই।’’

এ ব্যাপারে আমেরিকার দাবি, মার্চের শুরুতেই রাশিয়ার উপরে আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা পরিষদের আর এক মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন শনিবার সে কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এই মাসের শুরুতে আমেরিকার কাছে মস্কোয় পরিকল্পিত নাশকতার সম্ভাবনার তথ্য ছিল। সম্ভাব্য বড় সমাবেশ, কনসার্ট ইত্যাদি এড়িয়ে চলার জন্য আমেরিকান বিদেশ দফতর রাশিয়ায় আমেরিকান নাগরিকদের সেই মর্মে সতর্কও করেছিল।’’ মারিয়ার বক্তব্যের সাপেক্ষে অ্যাড্রিয়েন দাবি করেন, দায়িত্বশীলতার নীতি মেনেই আমেরিকা এই তথ্য যথাসময়ে জানিয়েছিল। সংবাদ সংস্থা

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য