Wednesday, January 22, 2025
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় মৃত্যু ৩০হাজার ছাড়াল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় মৃত্যু ৩০হাজার ছাড়াল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ মার্চ: ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা ভূখণ্ডে প্রায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজিরবিহীন এক হামলা চালায়। হামাসের যোদ্ধাদের আক্রমণে ১২০০ জন নিহত হয় ও তারা ২৫৩ জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের।অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায়। সবদিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয়।তারপর থেকে গত প্রায় পাঁচ মাস ধরে ইসরায়েলির বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।

বৃহস্পতিবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩০০৩৫ জন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। পাঁচ মাস ধরে চলা অবিরাম হামলায় আহত হয়েছে আরও ৭০ হাজার জনেরও বেশি।গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী ত্রাণের জন্য অপেক্ষারত শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির কাছে এই ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১২ জন নিহত ও ২৮০ জনেরও বেশি আহত হয়েছে।কিন্তু ইসরায়েল ঘটনার জন্য ত্রাণের ট্রাককে ঘিরে ভিড় করে থাকা জনতাকেই দায়ী করে বলেছে, তাদের অধিকাংশই পদদলিত হয়ে অথবা ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ত্রাণ বহরের ট্রাকগুলো বেসরকারি ঠিকাদাররা পরিচালনা করছিল আর তারা গত চার রাত ধরে এটি তত্ত্বাবধান করছিল।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, গাজা সিটির কাছে ওই এলাকায় কয়েকশ মিটারের ব্যবধানে দু’টি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় জনতা ট্রাক থেকে ত্রাণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় বহু মানুষ পদদলিত হয়ে অথবা ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে।আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ত্রাণের ট্রাকগুলো চলতে শুরু করার পরপরই। ভিড় করে থাকা জনতার একটি অংশ ইসরায়েলি সেনাদের দিকে এগোতে শুরু করলে সেনারা হুমকি বোধ করে গুলি করে, এই ‘সীমিত প্রতিক্রিয়ায়’ অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত হয় বলে দাবি করেছেন তিনি।গাজার কর্তৃপক্ষ নিহতের যে সংখ্যা জানিয়েছে ইসরায়েলি এ কর্মকর্তা তা প্রত্যাখ্যান করলেও নিজে কোনো সংখ্যা জানাননি। রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে গাজায় এক ঘটনায় সবচেয়ে বেশি বেসামরিক নিহতের ঘটনা এটি।হামাস বলেছে, এই ঘটনায় যুদ্ধবিরতি ও তাদের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে কাতারে চলা আলোচনা ঝুঁকিতে পড়তে পারে।গাজা সিটির কাছে ঘটা এই ঘটনা যুদ্ধবিরতির আলোচনাকে জটিল করে তুলতে পারে, তিনি এমনটি মনে করছেন কিনা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “আমি জানি এটা হবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য