Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদমালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে ৩১ মৃত্যু

মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে ৩১ মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মঙ্গলবার একটি বাস উল্টে গিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে অন্তত ৩১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।বাসটি মালির শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। পথে বাগু নদীর উপর একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।বিবিসি জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার (১৭:০০ জিএমটি) দিকে ওই দুর্ঘটনা ঘাটে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে স্থানীয় কর্মকর্তারা ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছে।মালির পরিবহন মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে বলা হয়, “কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর পথে রওয়ানা হওয়া একটি বাস একটি সেতু থেকে নিচে পড়ে গেছে। সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।”হতাহতদের মধ্যে মালি ছাড়াও পশ্চিম আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।মালিতে প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা, লক্কর-ঝক্কর যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন এবং দুর্নীতিতে ভরা দুর্বল পরিবহন ব্যবস্থার কারণে দেশটিতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য