Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘বাইডেনকে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা এখন প্রতারিত বোধ করছেন’

‘বাইডেনকে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা এখন প্রতারিত বোধ করছেন’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আজ মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যে ভোট (প্রাইমারি) হতে যাচ্ছে। এই ভোটে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনকে একটা শক্ত বার্তা দিতে চান অঙ্গরাজ্যটির মুসলিম ও আরব বংশোদ্ভূত মার্কিন ভোটাররা।‘লিসেন টু মিশিগান’ নামের একটি প্রচার দলের সদস্য লায়লা এলাবেদ। তিনি বলেন, ‘ফিলিস্তিনে থাকা মিশিগানের মানুষের পরিবারের সদস্যদের ওপর বোমা হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অর্থায়ন করেছেন। গত নির্বাচনে যাঁরা তাঁকে ভোট দিয়েছিলেন, তাঁরা এখন পুরোপুরি প্রতারিত বোধ করছেন।’দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে চান ডেমোক্রেটিক পার্টির বাইডেন। এ দফায় দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার ক্ষেত্রে বাইডেনের সামনে বড় কোনো চ্যালেঞ্জ নেই।

তবে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জেরে মার্কিন মুসলিম ও আরব-আমেরিকান ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা কমতে দেখা গেছে।গুরুত্বপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বাইডেন। ভোটের এই ব্যবধান ছিল মাত্র দেড় লাখ।মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটির অ্যাকটিভিস্টরা আজকের প্রাইমারিতে বাইডেনকে একটা কঠোর বার্তা দেওয়ার জন্য ডেমোক্র্যাট ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে বাইডেনের সমর্থনের প্রতিবাদে তাঁরা যেন ‘অনিচ্ছুক’ ঘরে ভোট দেন, সেই আহ্বান অ্যাকটিভিস্টদের।অ্যাকটিভিস্টদের ভাষ্য, ভোটাররা এভাবে বাইডেনকে ইসরায়েলের প্রতি তাঁর সমর্থনের জায়গা থেকে সরে আসার জন্য চাপ দিতে পারেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য তাঁরা এভাবে বাইডেনের ওপর চাপ তৈরি করতে পারেন।‘অনিচ্ছুক’ ঘরে ভোট দেওয়ার জন্য অন্তত ১০ হাজার ভোটার সংগ্রহ করা ‘লিসেন টু মিশিগান’ নামের প্রচার দলটির লক্ষ্য। তারা বলছে, যুদ্ধে অর্থায়ন-সমর্থনের বিষয়টি যে ডেমোক্রেটিক পার্টির মূল্যবোধের বিপরীত, সে বিষয়ে তাঁরা এই প্রাইমারির মাধ্যমে একটি শক্তিশালী, দ্ব্যর্থহীন বার্তা দিতে চান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য