Sunday, March 16, 2025
বাড়িখেলাটি২০-তে ৩৩ বলে শতরান, দ্রুততম ১০০ করলেন কে ?

টি২০-তে ৩৩ বলে শতরান, দ্রুততম ১০০ করলেন কে ?

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৭ ফেব্রুয়ারি  : গত বছর বিশ্বরেকর্ড করেছিলেন নেপালের কুশল মল্ল। এশিয়ান গেমসে নামিবিয়ার বিরুদ্ধে মাত্র ৩৪ বলে শতরান করেছিলেন তিনি। নেপালের ব্যাটারের বিশ্বরেকর্ড নেপালের মাটিতে তাদেরই বিরুদ্ধে ভাঙলেন নামিবিয়ার লোফ্টি এটন। ত্রিদেশীয় প্রতিযোগিতায় মাত্র ৩৩ বলে শতরান করেছেন তিনি। এক বছর পরে বদলা নিলেন এটন। মাঠে দাঁড়িয়ে নিজের বিশ্বরেকর্ড ভাঙতে দেখলেন মল্ল।

ইনিংসে ৩৬ বলে ১০১ রান করেছেন ২২ বছরের এটন। ১১টি চার ও আটটি ছক্কা মেরেছেন তিনি। ২৮০.৫৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এটনের ব্যাটে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে নামিবিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়েছিল নামিবিয়ার। মালান ক্রুগার ৪৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

৩ উইকেট পড়ার পরে খেলতে নামেন এটন। তখন নামিবিয়ার রান ৬২। সেখান থেকে ক্রুগারের সঙ্গে চতুর্থ উইকেটে ১৩৫ রানের জুটি বাঁধেন তিনি। টি-টোয়েন্টিতে এটনের রেকর্ড এত দিন খুব খারাপ ছিল। ৩২টি ম্যাচে মাত্র ১৮২ রান করেছেন তিনি। গড় ১০.৭০। কিন্তু নেপালের বিরুদ্ধে খেলার ছবিটাই বদলে গেল।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের তালিকায় এটন ও মল্লের পরে রয়েছেন ডেভিড মিলার। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। সেই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলেই শতরান করেছিলেন রোহিত শর্মা। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমশেখর। ২০১৯ সালে তুরস্কের বিরুদ্ধে তিনিও ৩৫ বলে শতরান করেছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!