Friday, January 24, 2025
বাড়িবিশ্ব সংবাদনাভালনিকে নিয়ে স্ত্রী ইউলিয়ার আবেগঘন পোস্ট

নাভালনিকে নিয়ে স্ত্রী ইউলিয়ার আবেগঘন পোস্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ ফেব্রুয়ারি: কারাগারে মারা যাওয়া রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।নাভালনিকে নিয়ে গতকাল রোববার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ইউলিয়া লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’পোস্টে নিজেদের একটি ছবি যুক্ত করেছেন ইউলিয়া। ছবিতে দেখা যায়, তাঁরা কোনো প্রদর্শনী উপভোগ করছেন। পরস্পরের মাথার স্পর্শ করে আছে।রাশিয়ার কারাগারে নাভালনি মারা যাওয়ার দুই দিন পর ইউলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই আবেগঘন পোস্টটি দিলেন।রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। সেখানে তিনি ৩০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। গত শুক্রবার তাঁর মৃত্যু হয় বলে জানায় দেশটির কারা কর্তৃপক্ষ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি।নাভালনিকে পুতিনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তিনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। ক্রেমলিনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা নাভালনির সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন তাঁরা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এর পরিণতি রাশিয়াকে ভোগ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য