Thursday, January 16, 2025
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

গাজায় ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ ফেব্রুয়ারি: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও দা সিলভা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের (ইহুদি নিধন) সঙ্গে তুলনা করেছেন। গতকাল রোববার ইথিওপিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। লুলা দা সিলভার এমন বক্তব্য নিয়ে ক্ষোভ জানিয়েছে ইসরায়েল।গতকাল আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের লুলা বলেন, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা হচ্ছে, তার সমতুল্য কোনো ঘটনা ইতিহাসে নেই। প্রকৃতপক্ষে হিটলার যখন ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নেন, তখনই এমনটা ঘটেছিল।’ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটা সেনায়-সেনায় যুদ্ধ নয়। এটা ব্যাপকভাবে প্রস্তুতিসম্পন্ন এক সেনাবাহিনীর সঙ্গে নারী ও শিশুদের যুদ্ধ।’

লুলার এমন বক্তব্যে ক্ষোভ জানিয়ে জেরুজালেমের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ নিয়ে প্রতিবাদ জানাতে তারা ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ধরনের বক্তব্যকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন।এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এর মধ্য দিয়ে হলোকাস্টের ভয়াবহতা, ইহুদিদের ওপর আক্রমণের প্রচেষ্টা এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে।কট্টরপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, ইসরায়েলের সঙ্গে নাৎসি ও হিটলারকে তুলনা করার অর্থ হলো সীমা অতিক্রম করে যাওয়া।এ ব্যাপারে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।এক বিবৃতিতে ব্রাজিলের ইহুদি সংগঠন ব্রাজিলিয়ান ইসরায়েলাইট কনফেডারেশন বলেছে, লুলার বক্তব্য ‘বাস্তবতার স্বেচ্ছাচারী বিকৃতি’। তাদের দাবি, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ব্রাজিল সরকার ‘চরম ও ভারসাম্যহীন’ অবস্থান নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য