স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: পারমাণবিক অস্ত্র উন্নয়নে উত্তর কোরিয়ার লেগে থাকা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের মন্তব্যের সমালোচনা করার জেরে অভিযোগ জানাতে রুশ কূটনীতিককে তলব করেছে সিউল।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী চুং বিয়ন-ওন শনিবার রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে ডেকে পাঠান।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুনের মন্তব্য নিয়ে মস্কোর সমালোচনা কেবল দুই দেশের মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “উপ-পররাষ্ট্রমন্ত্রী চুং বলেছেন, এটি খুবই দুঃখজনক যে, রাশিয়া সত্যকে অবহেলা করেছে এবং চরম রূঢ় ভাষায় নেতার (প্রেসিডেন্ট ইয়ুন) মন্তব্যের সমালোচনা করে উত্তর কোরিয়াকেই নিরঙ্কুশ সুরক্ষা দিয়েছে।
২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসর শুরুর পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে।যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো রাশিয়াকে যুদ্ধে সহায়তা করতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছে।গত বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ প্রস্তাবনা প্রকাশ্যে উপেক্ষা করে রাশিয়ায় অস্ত্র ব্যবসা করছে।এরপরদিনই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এর প্রতিক্রিয়ায় বলেন, ইয়ুনের মন্তব্য প্রকাশ্যেই পক্ষপাতদুষ্ট।