Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদগোপন নথি ফাঁসে সিআইএর সাবেক কর্মকর্তার ৪০ বছরের কারাদণ্ড

গোপন নথি ফাঁসে সিআইএর সাবেক কর্মকর্তার ৪০ বছরের কারাদণ্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ ফেব্রুয়ারি: হ্যাকিং–সংক্রান্ত গোপন নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জোশুয়া শুলতেকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই গোয়েন্দা কর্মকর্তা গোপন নথি ফাঁসের আলোচিত প্ল্যাটফর্ম উইকিলিকসের কাছে সিআইএর এসব গোপন নথি তুলে দিয়েছিলেন।একই সঙ্গে শিশুদের নিপীড়নের ছবি রাখার জন্যও ৩৫ বছর বয়সী জোশুয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।মার্কিন কৌঁসুলিরা সিআইএর ‘ভল্ট ৭’ ব্যবস্থার নথি ফাঁসের অভিযোগ আনেন জোশুয়ার বিরুদ্ধে। এটা এমন একটি ব্যবস্থা, যা দিয়ে গোয়েন্দারা স্মার্টফোন হ্যাক ও আলাপচারিতা শুনতে পারেন।

একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ‘দুঃসাহসিক’ গোপন নথি ফাঁসের ঘটনা বলা হচ্ছে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উইকিলিকসের কাছে সিআইএর প্রায় ৮ হাজার ৭৬১ গোপন নথি তুলে দিয়েছিলেন জোশুয়া। দেশটিতে একসঙ্গে এত গোপন নথি ফাঁসের ঘটনা আগে দেখা যায়নি।তবে অভিযোগ অস্বীকার করেছেন জোশুয়া। যদিও ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি পৃথক ফেডারেল বিচারে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৮ সাল থেকে জোশুয়া কারাবন্দী আছেন।মার্কিন অ্যাটর্নি দামিয়ান উইলিয়ামস বলেন, আমেরিকার ইতিহাসে অন্যতম নির্লজ্জ ও জঘন্য গুপ্তচরবৃত্তির অপরাধ করেছেন জোশুয়া। এর মধ্য দিয়ে তিনি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য