Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদতাইওয়ানের আশপাশে চীনের ৩৩টি সামরিক বিমান শনাক্তের দাবি

তাইওয়ানের আশপাশে চীনের ৩৩টি সামরিক বিমান শনাক্তের দাবি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: তাইওয়ানের আশপাশে ২৪ ঘণ্টার মধ্যে চীনের ৩৩টি সামরিক বিমান দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার এ দাবি করেছে।তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর এর আশপাশে এটিই সবচেয়ে বড় সামরিক প্রদর্শনী।তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে। স্বশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শক্তি প্রয়োগের চেষ্টা কখনোই ছাড়েনি বেইজিং।১৩ জানুয়ারি তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আগের প্রেসিডেন্ট লাই চিং-তে পুনর্নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনের আগে লাইকে চীন ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করে বলেছিল, তিনি যদি নির্বাচিত হন, তাহলে ‘যুদ্ধ ও পতন’ ডেকে আনবেন।

লাই নির্বাচনে জিতেছেন। এ নিয়ে তাঁর নেতৃত্বাধীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির তৃতীয় মেয়াদে জয় পেল। দলটি দীর্ঘদিন ধরে তাইওয়ানের ওপর চীনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩টি চীনা সামরিক বিমান ও ৭টি নৌজাহাজ তাইওয়ানের আশপাশে দেখা গেছে। ১৩টি বিমান ‘তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, তাইওয়ানের সশস্ত্র বাহিনী ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে’।দুটি চীনা বেলুন স্পর্শকাতর তাইওয়ান প্রণালি অতিক্রম করার সময় শনাক্ত করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য