Friday, November 8, 2024
বাড়িবিশ্ব সংবাদহুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী জাহাজে আগুন

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী জাহাজে আগুন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।  হুতিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিকে লক্ষ্যস্থল করে।জাহাজটির পরিচালনা কোম্পানি ট্রাফিগুরা বিবিসিকে বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির একটি কার্গো ট্যাংকে আগুন ধরে যায় আর সেটি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ উপকরণ ব্যবহার করা হয়।বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত হেনেছে, জাহাজটির বিপদে পড়ার সংকেত পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ সাহায্য করতে এগিয়ে যায়।

তারা আরও জানান, হামলার এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর হয়নি।এটি লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের চালানো সর্বশেষ হামলা।যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দর থেকে ৬০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় থাকা যুদ্ধজাহাজগুলো ঘটনাস্থলে উপস্থিত আছে এবং ক্ষতিগ্রস্ত ট্যাংকারটিকে সাহায্য করছে। ট্যাংকারটির সব ক্রু নিরাপদ আছেন বলে জানা গেছে।তারা ওই জলপথ দিয়ে চলাচলরত অন্য জাহাজগুলোকে সতর্ক থাকার ও সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তা জানানোর জন্য বলেছে। 

ট্রাফিগুরা জানিয়েছে, জাহাজটির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে চলছে আর তারা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছে। মাল্টার পতাকাবাহী জাহাজটিতে হামলার কথা নিশ্চিত করেছে হুতিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানিয়েছেন, শুক্রবার তারা ‘কয়েকটি উপযুক্ত নৌ-ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে জাহাজটিতে ‘সরাসরি’ আঘাত হেনেছে।ইউকেএমটিও জানিয়েছে, একই দিন এর আগেও এডেনের দক্ষিণপশ্চিম দিকে একটি জাহাজের কাছে পানিতে দু’টি ক্ষেপণাস্ত্র এসে পড়ে।নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর অতিক্রম করতে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোতে বহু হামলা চালিয়েছে। এই জলপথটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ। হুতিরা জানিয়েছে, তারা ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যে থাকা গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলিতে হামলা চালাচ্ছে।হুতিদের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা থেকে বিরত রাখতে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী। হুতিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য