স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : বিশালগড়ের বাইপাস লকডাউন বাজার এলাকা থেকে উদ্ধার মৃত ব্যক্তির পরিচয় অবশেষে প্রকাশ্যে এল। বুধবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লকডাউন বাজার এলাকা থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহ রাখা হয় বিশালগড় হাসপাতালের মর্গে।
শুক্রবার মৃত ব্যক্তির পরিবারের লোকজন বিশালগড় থানায় ছুটে যায়। পরে তারা মৃতদেহ সনাক্ত করে। জানা যায় মৃত ব্যক্তির নাম সুকুমার বর্মণ। বুধবার গন্ডাছড়া মেলা থেকে মালবাহী গাড়িতে করে আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় বিশালগড় লকডাউন চৌমুহনী এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ৫৮ বছর বয়সী সুকুমার বর্মনের। অভিযোগ ঐ গাড়িতে থাকা অন্য যাত্রীরা এই ঘটনা প্রত্যক্ষ করলেও তারা সুকুমার বর্মণের বাড়িতে কিংবা পুলিশকে কোন কিছু জানায় নি। এইদিন ময়না তদন্তের পর পুলিশের উপস্থিতিতে সুকুমার বর্মণের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত সুকুমার বর্মনের বাড়ি রাজধানীর যোগেন্দ্র নগর এলাকায়।