Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদরেডক্রসে যোগ দেবেন জাপানের রাজকন্যা

রেডক্রসে যোগ দেবেন জাপানের রাজকন্যা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ জানুয়ারি: জাপানের সম্রাট নারুহিতোর একমাত্র সন্তান আইকো দাতব্য সংস্থা জাপানিজ রেডক্রস সোসাইটিতে যোগ দিতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর আগামী এপ্রিলে সংস্থাটিতে কাজ শুরু করবেন তিনি।রাজকন্যা আইকো রেডক্রসে কোন পদে যোগ দেবেন, তা বিস্তারিত জানা যায়নি। তবে রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর যে আনুষ্ঠানিক দায়িত্বগুলো আছে, তা তিনি পালন করে যাবেন।এক বিবৃতিতে রাজকন্যা আইকো লিখেছেন, রেডক্রসের বিষয়ে তাঁর সব সময়ই আগ্রহ ছিল। আর রেডক্রস বলেছে, রাজকন্যা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, তা নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় তারা।রেডক্রসের সঙ্গে জাপানের রাজপরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাধারণত জাপানের সম্রাজ্ঞীরা সংস্থার অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।

১৯২৩ সালে টোকিওতে ভূমিকম্পের পর রেডক্রসের কার্যক্রম নিয়ে গত বছরের অক্টোবরে সংস্থাটি একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। রাজকন্যা আইকো তখন তাঁর মা-বাবার সঙ্গে ওই প্রদর্শনী দেখতে গিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোয় রাজকন্যা আইকোকে জাপানে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে দেখা গেছে।রাজকন্যা আইকো গাকুশুইন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব লেটারসে শেষ বর্ষে পড়াশোনা করছেন। এ অনুষদে মূলত জাপানি ভাষা ও সাহিত্য বিষয়ে পড়ানো হয়।জাপানের আইন অনুসারে, শুধু পুরুষেরাই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারে। সে কারণে সম্রাটের একমাত্র সন্তান হওয়ার পরও ২২ বছর বয়সী আইকোর সিংহাসনে বসার সুযোগ নেই। একসময় সংশ্লিষ্ট আইন সংশোধনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ২০০৬ সালে সম্রাট নারুহিতোর ছোট ভাই আকিশিনোর ছেলেসন্তান জন্ম নেওয়ার পর তা আর করা হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য