স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি। ইউক্রেইন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপের ব্যাংকগুলোতে রাশিয়ার সাইবার হামলার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা মোকাবেলায় ইউরোপের ব্যাংকগুলোকে প্রস্তুত রাখতে ইসিবি কাজ চালাচ্ছে। এ বিষয়ে ওয়াকিবহাল ইসিবি’র দুই কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে অচলাবস্থার কারণে ইউরোপের রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতারা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, যে কোনও সময় সংঘাত গোটা অঞ্চলের জন্য ক্ষতি ডেকে আনবে।রাশিয়া ইউক্রেইনের কাছে সেনা সমাবেশ করার পর এ সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যস্থতা করার চেষ্টায় কিয়েভ এবং মস্কো সফর করেছিলেন।বর্র্তমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লগার্ডে। ইউরোপের সবচেয়ে বড় বড় ঋণদাতা প্রতিষ্ঠানের তদারক করে থাকে এই ব্যাংক।ওইসব প্রতিষ্ঠান বা ব্যাংকেই রাশিয়ার সাইবার হামলার আশঙ্কায় ইসিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।দুই কর্মকর্তার একজন জানান, এতদিন মহামারীর সময়ে ঘটে চলা সাধারণ সব কেলেঙ্কারির দিকে মনোনিবেশ করে এসেছে ইউরোপের ব্যাংকগুলোর নিয়ন্ত্রক কেন্দ্রীয় ব্যাংকটি।
কিন্তু ইউক্রেইন পরিস্থিতির কারণে তারা এখন রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলার দিকে মনোনিবেশ করেছে। সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে ব্যাংকগুলোর প্রতিরোধব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে ইসিবি।ব্যাংকগুলো সাইবার যুদ্ধ গেম ব্যবহার করে সাইবার হামলা ঠেকানোর সক্ষমতা যাচাই করছে বলেও জানিয়েছেন ইসিবি’র ওই কর্মকর্তা।সাইবার নিরাপত্তায় দুর্বলতাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে ইসিবি। তবে রাশিয়ার সাইবার হামলার হুমকি সম্পর্কে ব্যাংকটি কোনও মন্তব্য করতে রাজি হয়নি।