Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদচীনে ভূমিধসে ২ মৃত্যু, নিখোঁজ ৪৫

চীনে ভূমিধসে ২ মৃত্যু, নিখোঁজ ৪৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জানুয়ারি: চীনের ইউনান প্রদেশে ভূমিধসের এক ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা শূন্যের নিচে তুষারাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ শুরু করেছেন।সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশটির জাওথং শহরে ঘটনাটি ঘটে।রাষ্ট্রায়ত্ত চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) খবরে বলা হয়েছে, ভূমিধসের পর দুটি গ্রামের ১৮টি বাড়ির অন্তত ৪৭ জন নিখোঁজ হন। পরে দুপুরের দিকে তাদের মধ্যে দুইজনকে মৃত পাওয়া যায়। একটি পাহাড়ের পাদদেশে পর্বতের বাদামি মাটিতে বাড়িগুলো চাপা পড়ে।এক প্রত্যক্ষদর্শী বলেন, “পর্বতের একটি অংশ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েছে।”

তার চার স্বজন আবর্জনার নিচে চাপা পড়েছে বলে জানান তিনি। “তারা তাদের বাড়িতে ঘুমিয়ে ছিল,” বলেন তিনি।কী কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার হয়নি। সেখানে হালকা তুষারপাত হচ্ছে। উদ্ধারকর্মীরা তুষারপাতের মধ্যেই আবর্জনার ভেতরে জীবিতদের খোঁজ করছেন।ঘটনাস্থলে প্রায় এক হাজার উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন। তাদের সঙ্গে প্রায় ২০০টি উদ্ধারকারী যান আছে। ৫০০ জনেরও বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।রয়টার্স জানিয়েছে, চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুয়াচিং উদ্ধারকাজ তদারকি করছেন।চীনের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশের ওপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ইউনান তাদের অন্যতম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য