Monday, February 10, 2025
বাড়িবিশ্ব সংবাদঅর্থনীতি, জনগণের জীবনমান উন্নয়নে আশ্বাস উত্তর কোরিয়ার

অর্থনীতি, জনগণের জীবনমান উন্নয়নে আশ্বাস উত্তর কোরিয়ার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে ‘ধারাবাহিক সংগ্রামের’ মধ্যেও অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নতির আশ্বাস দিয়েছে উত্তর কোরিয়ার পার্লামেন্ট।

পার্লামেন্টের এ আশ্বাসের কথা মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটির নিয়মরক্ষার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির (এসপিএ) সদস্যরা রবি ও সোমবার বাজেট নিয়ে আলোচনা  এবং শিশু পরিচর্যা ও বিদেশে বাসিন্দাদের সুরক্ষা সংক্রান্ত আইন অনুমোদন করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এই বৈঠকে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না, ছিলেন তার অন্যতম প্রধান সহযোগী এসপিএ স্ট্যান্ডিং কমিটির চেয়ার চোয়ে রিয়ং হায়ে।উত্তর কোরিয়ার পার্লামেন্ট কালেভদ্রে বসে, সাধারণত এর অধিবেশনগুলোতে বাজেট, কর্মকর্তা ও আইনি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কর্মকাণ্ডে অনুমোদন দেওয়া হয়। মূলত ওয়ার্কার্স পার্টির সদস্যদের নিয়েই পার্লামেন্টটি গঠিত।উত্তর কোরিয়ার পার্লামেন্ট সদস্যরা এমন এক সময়ে একত্রিত হলেন, যখন অস্ত্র কর্মসূচির কারণে দেওয়া নিষেধাজ্ঞা এবং কোভিড-১৯ লকডাউনের কারণে প্রধান মিত্র ও অর্থনৈতিক ‘লাইফলাইন’ চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে ধস নামায় দেশটির অর্থনীতি কঠিন সময় পার করছে।

কিম অবশ্য গত বছরের ডিসেম্বরে বছরের শুরুতে তার দেওয়া ৫ বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সফলতার ভূয়সী প্রশংসা করেছিলেন; তবে একইসঙ্গে তিনি এই বছর অর্থনৈতিক উন্নয়নে ও জনগণের জীবনমানের উন্নতিতে ‘কঠোর জীবনমরণ সংগ্রামের’ ব্যাপারেও সাবধান করেছিলেন।অর্থনীতির দেখভালের দায়িত্বে থাকা মন্ত্রিসভার প্রধান কিম তোক হুন এসপিএর বৈঠকে প্রধানত ধাতু ও রাসায়নিক শিল্পকে কাজে লাগিয়ে ৫ বছর মেয়াদী পরিকল্পনার ভিত মজবুত করাকেই তার লক্ষ্য হিসেবে স্থির করেন বলে জানিয়েছে কেসিএনএ।“বৈরি শক্তিগুলোর ক্রমাগত নিষেধাজ্ঞা ও বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটের কারণে গত বছর আমরা ধারণার চেয়েও কঠিন ও জটিল সমস্যার মুখোমুখি হলেও দেশের অর্থনীতিকে উন্নয়নের নতুন কক্ষপথে নিয়ে যেতে ধারাবাহিক সংগ্রামে লিপ্ত ছিলাম।

“পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন এবং অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সুস্পষ্ট পরিবর্তন নিশ্চিত করতে আমরা এখন গুরুদায়িত্বের মুখোমুখি হয়েছি,” বলেছেন তিনি।খাদ্য সরবরাহ ‘স্বাভাবিক’ করতে শস্য উৎপাদন বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় নিয়ে যেতে প্রচেষ্টা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন হুন।তিনি মাংস, ডিম, ফল, শাকসবজি, মাশরুম, দুগ্ধজাত পণ্য ও তেল হয় এমন শস্যকে অপরিহার্য জিনিস হিসাবে তালিকাভুক্ত করেছেন যা ‘মানুষের আহারে ব্যাপক অবদান রাখে।’উত্তর কোরিয়া এখন পর্যন্ত তাদের দেশে কারও দেহে কোভিড-১৯ শনাক্ত হয়নি বলে দাবি করে এলেও সীমান্ত বন্ধসহ কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করে রেখেছে।

নিষেধাজ্ঞা, মহামারী ও খারাপ আবহাওয়ার কারণে ২০২০ সালে দেশটির অর্থনীতি ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়।মহামারীতে উত্তর কোরিয়া আরও বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশটির সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজন অনাহারের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার।সীমান্ত বন্ধ করে দেওয়ার ফলে চীনের সঙ্গে দেশটির আমদানি-রপ্তানির পরিমাণ ৮০ শতাংশ কমে যায়; উত্তর কোরিয়ার বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই চীনের সঙ্গে হয়।মহামারী শুরুর পর গতমাসে উত্তর কোরিয়ার একটি ট্রেন চীনের সীমান্ত শহরে পৌঁছানোর পর দেশদুটির মধ্যে বাণিজ্য ফের পুর্ণদ্যমে শুরু হতে চলেছে।

এসপিএ-র অধিবেশনে উত্তর কোরিয়ার অর্থমন্ত্রী কো জং বোম চলতি বছরের যে বাজেট দিয়েছেন তাতে ‘মহামারী মোকাবেলা’ ও ‘জরুরি প্রাদুর্ভাব প্রতিরোধ কাজে’ ব্যয় গত বছরের চেয়ে ৩৩ দশমিক ৩ শতাংশ বেশি নির্ধারণ করেছেন বলে অন্য এক প্রতিবেদনে জানিয়েছে কেসিএনএ।বাজেটের পরিমাণ কত, তা উল্লেখ না করলেও দেশটি যে তাদের প্রতিরক্ষা খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৯ শতাংশ বরাদ্দ করেছে তা জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গত বছরও প্রতিরক্ষায় প্রায় এইরকমই বরাদ্দ ছিল, বলছে রয়টার্স।এসপিএর বৈঠকে পররাষ্ট্র নীতি বা দুই কোরিয়ার সম্পর্ক বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তা জানা যায়নি। গত বছরের সেপ্টেম্বরে এসপিএ-র যে বৈঠকে কিম জং উন ছিলেন, সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ‘বৈরি নীতির’ সমালোচনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন পুনরায় চালুর প্রস্তাব দিয়েছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য