স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জানুয়ারি: দিন দুয়েক আগেই পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। ‘বদলা’ নিতে বুধবার ইরানে দুটি বালোচ বিদ্রোহী সংগঠনের ঘাঁটিকে নিশানা করে পাকিস্তানি সেনাবাহিনী। আর এর পরই সেই দুই সংগঠনের অন্যতম ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল। পরিষ্কার জানিয়ে দিল, পাকিস্তান যা করেছে সেজন্য তাকে মূল্য দিতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তানের জেহাদি ডেরায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালোচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল আদলের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ইরানের এলিট রেভোলিউশনারি গার্ড। এর পরই বুধবার ‘বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট’ ও ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’র ছাউনিতে আছড়ে পড়ে পাক ফৌজের ক্ষেপণাস্ত্র।
বৃহস্পতিবার ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’র তরফে জানানো হয়, ‘পাকিস্তানকে এর মূল্য চোকাতে হবে। বালোচিস্তান লিবারেশন আর্মি এর পর আর চুপ করে থাকবে না। আমরা এর বদলা নেবই। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে।’ স্বাভাবিক ভাবেই এই হুমকি থেকে পরিষ্কার, সংঘর্ষ আগামিদিনে আরও বড় চেহারা নিতে চলেছে। তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে এহেন ডামাডোলে বন্ধু তেহরানের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের কথায়, ‘অনেক সময় আত্মরক্ষায় এহেন পদক্ষেপ করে রাষ্ট্রগুলো। এটা আমরা বুঝি।’