Wednesday, December 18, 2024
বাড়িবিশ্ব সংবাদনেটো সম্প্রসারণ বন্ধের আহ্বান জানালেন শি জিনপিং ও পুতিন

নেটো সম্প্রসারণ বন্ধের আহ্বান জানালেন শি জিনপিং ও পুতিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি। পশ্চিমা চাপের মুখে কাছাকাছি আসা রাশিয়া এবং চীন এখন নেটো জোটের সম্প্রসারণের বিরুদ্ধে একাট্টা হয়েছে।

ইউক্রেইন ঘিরে উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়ে একটি ‍বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস এর উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এক বৈঠকে তারা এই আহ্বান জানান। ক্রেমলিন দুই নেতার যৌথ বিবৃতি প্রকাশ করেছে।যুক্তরাষ্ট্র ও এর মিত্র পশ্চিমা দেশেগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির মধ্যে শুক্রবার চীনে যান পুতিন।করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি বছর এটিই চীনে পুতিনের প্রথম সফর এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়ানোর পথে আরেক ধাপ অগ্রগ্রামী পদক্ষেপ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলোচনা ‘খুবই উষ্ণ’ এবং ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।বিবিসি জানায়, দুই নেতার দীর্ঘ যৌথ বিবৃতিতে নেটো স্নায়ুযুদ্ধের মানসিকতা নিয়ে চলছে বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যকার নিরাপত্তা চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।বিবৃতিতে নেটোকে স্নায়ুযুদ্ধের মন-মানসিকতা পরিহার করে অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ এবং নাগরিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পটভূমির বৈচিত্র্যকে সম্মান জানানো এবং একইসঙ্গে অন্য দেশগুলোর শান্তিপূর্ণ উন্নয়নে সুষ্ঠু ও নিরপেক্ষ মনোভাব বজায় রাখতেও বলা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য