Saturday, September 21, 2024
বাড়িবিশ্ব সংবাদভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া।

ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮  ডিসেম্বর  : এবার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্তর্গত ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। বুধবার এমনটাই ঘোষণা করলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   

গত সোমবার পাঁচদিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বুধবার বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে। দুই ‘বন্ধু’ দেশের এক যোগে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয় আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে। এই বৈঠকের পরই লাভরভ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, “রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসাবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সবরকম সহযোগিতার জন্য তৈরি।” তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে।

গত জুন মাসে মস্কোর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন )। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে তিনি বলেছিলেন, “ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। কয়েকবছর আগে তিনি ভারতে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভালো ভাবেই দেখা গিয়েছে। ভারতের দেখানো উপায়ে দেশে তৈরি পণ্য জনপ্রিয় করে তুলতে পারে রাশিয়াও।”   

উল্লেখ্য, বুধবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শংকর। আসন্ন লোকসভা নির্বাচনে ‘বন্ধু’ মোদির সাফল্য কামনা করেন পুতিন। শুধু তাই নয়, মোদিকে রাশিয়া আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মসনদে বসেই দেশকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি প্রতিরক্ষা ক্ষেত্রেও দেশীয় অস্ত্রের ব্যবহারে জোর দিয়েছেন তিনি। সেই দিশায় বিগত দিনে একের পর এক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এবার তারই ফল মিলল।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য