Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদসিসিটিভি ভিডিওতে চীনে ভূমিকম্প আঘাত হানার মুহূর্ত

সিসিটিভি ভিডিওতে চীনে ভূমিকম্প আঘাত হানার মুহূর্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ ডিসেম্বর: মাস তিনেক আগে ভূমিকম্পে বড় প্রাণহানির পর ফের ধ্বংসযজ্ঞ দেখল চীন; দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে স্থানীয় সময় সোমবার রাতে শক্তিশালী কম্পনে প্রাণ গেছে ১১৬ জনের, আহত দুই শতাধিক।সোমবার রাতের ওই ভূমিকম্পের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, কম্পন আর পরাঘাতে কাঁপছে ভবন, খসে পড়ছে ঘর-বাড়ির চালা। ভবনের দেয়াল ফেটে চৌচির, লোকজন আতঙ্কে দৌড়ে চলে আসছে বাইরে। আর কম্পনের পরের চিত্র শুধুই ধ্বংসযজ্ঞ।ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গানসু। প্রতিবেশী কুইনঘাই প্রদেশেও প্রাণহানি হয়েছে।গানসুতে কম্পনের কয়েকঘণ্টা পর আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে জিনজিয়াং প্রদেশ। ভূমিকম্পের পর কোথাও কোথাও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। মাইনাস ১৪ ডিগ্রি তাপমাত্রার হাড়হিম করা ঠাণ্ডায় শত শত উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করেছেন। গানসুতে পূর্ণমাত্রায় উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।গত সেপ্টেম্বরে দক্ষিণপশ্চিমের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। আর এবার ৬ দশমিক ২ মাত্রার কম্পনে প্রায় দ্বিগুণ প্রাণহানি দেখল চীন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য