Thursday, May 22, 2025
বাড়িবিশ্ব সংবাদআরো ১৩ ইসরায়েলি ও ৪ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস

আরো ১৩ ইসরায়েলি ও ৪ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ নভেম্বর: গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ করতে দেওয়া নিয়ে বিরোধের জেরে বিলম্বের পর শনিবার গভীর রাতে দ্বিতীয় দফা ১৩ ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।হামাস জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়ার পর তারা মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা ত্যাগ করে।মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে ছয় জন নারী এবং সাতটি শিশু। তারা রোববার ইসরায়েল পৌঁছেছে।এদিন মুক্তি পাওয়া বাকি চার জন থাইল্যান্ডের নাগরিক। হামাসের হাতে এখনো আরো ১৮ জন থাই নাগরিক বন্দি আছে বলে রোববার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিমিয়ে এদিন ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ছয় জন নারী এবং ৩৩ জন অপ্রাপ্ত বয়স্ক। তারা ইসরায়েলের দুইটি কারাগারে বন্দি ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর আল-বিরেহ পৌর এলাকায় পৌঁছেছেন। যেখানে হাজার হাজার মানুষ তাদের জন্য অপেক্ষা করছিলেন।

কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ৪৮ দিন পর শুক্রবার থেকে গাজায় চার দিনের ‘মানবিক’ বিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির এই চার দিনে হামাস অন্তত ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে বন্দি অন্তত ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং গাজায় ত্রাণবাহী ২০০ ট্রাকের পাশাপাশি এক লাখ ৪০ হাজার লিটার জ্বালানি ও গ্যাস ভর্তি অন্তত চারটি লরি প্রবেশের অনুমোদন দেবে।চুক্তি অনুযায়ী হামাস শুক্রবার ১৩ ইসরায়েলিকে মুক্তি দেয়, বিনিময়ে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।এর পাশাপাশি মিশরের মধ্যস্থতায় হওয়া পৃথক আরেক চুক্তিতে ওই দিন হামাস তদের হাতে বন্দি থাইল্যান্ডে ১০ ও ফিলিপিন্সের একজন নাগরিককে মুক্তি দেয়।শুক্রবার মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করা ১৩৭টি ট্রাক থেকে জরুরি ত্রাণ সরবরাহ খালাস করা হয়। ইসরায়েল ৭ অক্টোবর গাজা পুরোপুরি অবরুদ্ধ করে ভয়াবহ হামলা শুরু করার পর থেকে ভূখণ্ডটিতে প্রবেশ করা ত্রাণবাহী বৃহত্তম বহর বলে জানিয়েছে জাতিসংঘ। সরবরাহ করা এসব ত্রাণের মধ্যে প্রধানত রয়েছে জ্বালানি, খাবার ও ওষুধ।

কথা ছিল, শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন গাজায় আরও ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে; পাশাপাশি ১৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলও ৪২ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।পরে জানানো হয়, ১৪ নয় বরং ১৩ জন ইসরায়েলি এবং ৪২ নয় বরং ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সে অনুযায়ী সবাই অপেক্ষায় ছিল। কিন্তু ইসরায়েল গাজায় চুক্তি অনুযায়ী ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে অভিযোগ তুলে হামাস জিম্মি মুক্তি পিছিয়ে দেয়। হামাসের অভিযোগ ছিল, শনিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিয়ে ১০০টি ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র তিনটি ট্রাক প্রবেশ করতে দিয়েছে।

ত্রাণ প্রবেশ নিয়ে বিরোধের জেরে শনিবার যখন যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে যেতে বসেছিল তখন কাতার ও মিশরের উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় শেষ পর্যন্ত তা আটকানো গেছে। শীর্ষ পর্যায়ের এক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, শুক্রবার থেকে যে ৩৪০টি ট্রাক ত্রাণ নিয়ে গাজার প্রবেশ করেছে সেগুলোর মাধ্যে মাত্র ৬৫টিকে গাজার উত্তরাঞ্চলে যেতে দেওয়া হয়েছে। বলেন, “চুক্তিতে ইসরায়েল যে সংখ্যায় ট্রাক প্রবেশ করতে দিতে রাজি হয়েছে এটা তার অর্ধেকেরও কম।”কয়েক সপ্তাহের স্থল অভিযানে গাজার উত্তরাঞ্চলের অনেকাংশ অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।

আইডিএফ বলেছে, জাতিসংঘ এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গাজায় ত্রাণ বিতরণ করছে।এদিকে, জাতিসংঘ বলেছে, শনিবার গাজার উত্তরাঞ্চলে ৬১ ট্রাক ত্রাণ বিতরণ করা হয়েছে। যা সাত সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ ত্রাণ বিতরণ।গাজায় ‘মানবিক’ বিরতির আরো দুইদিন বাকি রয়েছে। এই দুই দিন অর্থাৎ, রোববার ও সোমবার আরো জিম্মি এবং ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার কথা। সেইসঙ্গে গাজায় আরো ত্রাণবাহী ট্রাকবহর প্রবেশ করবে।হামাস এই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াতে চায় বলে রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা। যিনি এ বিষয়ে জানেন কিন্তু নিজের নাম প্রকাশ করতে চাননি।এদিকে ইরসায়েল বলেছে, যদি হামাস দিনে অন্তত ১০ জিম্মিকে মুক্তি দেওয়া অব্যাহত রাখে তবে এই যুদ্ধবিরতি অব্যাহত রাখা হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!