Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদওপেনএআইয়ে ফিরেই পরিচালনা পর্ষদকে বরখাস্ত করলেন স্যাম অল্টম্যান

ওপেনএআইয়ে ফিরেই পরিচালনা পর্ষদকে বরখাস্ত করলেন স্যাম অল্টম্যান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৩ নভেম্বর: কয়েক দিনের নানা নাটকীয়তার পর গত মঙ্গলবার চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে ফিরেছেন স্যাম অল্টম্যান। এক দিন পরই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে বরখাস্ত করেছেন তিনি।এর আগে গত শুক্রবার পরিচালনা পর্ষদের সদস্যরা স্যামকে সিইওর পদ থেকে সরিয়ে দেন। পরে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানান, স্যাম তাঁর প্রতিষ্ঠানে যোগ দেবেন।

এদিকে ওপেনএআইয়ের সাত শতাধিক কর্মী পরিচালনা পর্ষদকে লেখা এক খোলাচিঠিতে জানিয়ে দেন, স্যামকে না ফেরালে তাঁরাও চাকরি ছেড়ে দেবেন। এর পরপরই স্যামকে সিইও পদে ফিরিয়ে আনে ওপেনএআই।সিইও পদে ফিরে এসেই ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের একজন বাদে সবাইকে বরখাস্ত করেন স্যাম। শুধু টিকে যান অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো। তিনি কুয়োরার সিইও। এখন তাঁর সঙ্গে পর্ষদে যোগ দিতে পারেন এক্স-সেলসফোর্সের কো-সিউও ব্রেট টেইলল এবং যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ও হার্ভার্ড ইউনির্ভার্সিটির প্রেসিডেন্ট ল্যারি সুমার্স।

এ ছাড়া নতুন করে পর্ষদে যোগ দিতে পারেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান। গত শুক্রবার স্যাম চাকরি খোয়ানোর পরপরই ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গ্রেগ।বছরখানেক আগে চ্যাটজিপিটি বাজারে এনে প্রযুক্তিজগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বড় ধরনের প্রতিযোগিতার সূচনা করেছিলেন স্যাম অল্টম্যান। এরপর মেটা, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনের মতো অতিকায় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য