স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৮ জুলাই: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন বলে জানিয়েছে জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দ্রুতই উপহারটি পৌঁছে যাবে।রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বৃহস্পতিবার শুরু হয়েছে রাশিয়া-আফ্রিকা সম্মেলন। সম্মেলনে আফ্রিকার অন্যান্য দেশের নেতার সঙ্গে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গগাওয়াও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে কেবল হেলিকপ্টারই নয়, দেশটিকে বিনামূল্যে শস্য দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এর সঙ্গে আরও ৫ টি আফ্রিকান দেশকেও শস্য উপহার দেবেন বলে জানিয়েছেন তিনি।জিম্বাবুয়েসহ এই সব আফ্রিকান দেশের সঙ্গেই রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক আছে।ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে রাশিয়া। কিন্তু আফ্রিকার কিছু দেশ এখনও পুতিনকে সমর্থন দিচ্ছে।ওদিকে, ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপে থাকা পুতিনও রাশিয়া-আফ্রিকা সম্মেলন ঘিরে আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন।
জিম্বাবুয়ের প্রেসিডেন্টকে হেলিকপ্টার উপহার দিলেন পুতিন
সম্পরকিত প্রবন্ধ