Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘উপসাগরের স্রোত’ ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে

‘উপসাগরের স্রোত’ ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ জুলাই: ‘উপসাগরের স্রোত’ (গাল্ফ স্ট্রিম) ব্যবস্থা ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। নতুন এক গবেষণায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ এই মহাসাগরের স্রোতকে ‘আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন’ (অ্যামোক) নামে অভিহিত করে থাকেন। এই স্রোত বন্ধ হয়ে গেলে তা জলবায়ুর ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে।বৈশ্বিক উষ্ণতার কারণে অ্যামোক ১ হাজার ৬০০ বছরের মধ্যে এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।গবেষকেরা ২০২১ সালে এ নিয়ে বিপৎসংকেত শনাক্ত করেছিলেন।নেচার কমিউনিকেশনস নামের সাময়িকীতে নতুন গবেষণাটি প্রকাশিত হয়।এই গবেষণায় নেতৃত্ব দেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ডিটলভসেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের খুবই উদ্বিগ্ন হওয়া উচিত।’নতুন গবেষণা অনুসারে, যদি বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমানো না হয়, তাহলে ২০২৫ থেকে ২০৯৫ সালের মধ্যে এই স্রোত বন্ধ হয়ে যেতে পারে।তবে অন্য অনেক বিজ্ঞানী নতুন এই বিশ্লেষণের সঙ্গে একমত নন। কিন্তু সব বিজ্ঞানীই এই বিষয়ে একমত যে ইস্যুটি অত্যন্ত উদ্বেগের। তাই কার্বন নির্গমন দ্রুত কমানো উচিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য