স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ জুলাই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূমি দখল করেছিল, তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ।গতকাল রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে ‘খুব কঠিন’ লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন।উক্রেনের পাল্টা আক্রমণ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই লড়াইকে কঠিন বলে বর্ণনা করেন তিনি।কিয়েভের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেন দ্রুত রুশ বাহিনীকে তার ভূখণ্ড থেকে হটিয়ে দিতে পারবে বলে যে প্রত্যাশা ছিল, তা ম্লান হয়ে যাচ্ছে। কারণ, দেশটির দক্ষিণ ও পূর্বে রুশ বাহিনীর দৃঢ় প্রতিরক্ষা অবস্থান ভাঙতে ইউক্রেনীয় সেনাদের বেশ বেগ পেতে হচ্ছে।গত মাসের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর।
৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: যুক্তরাষ্ট্র
সম্পরকিত প্রবন্ধ