স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ জুলাই: সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পুড়িয়ে বিক্ষোভের প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ইরান সরকার।ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, নতুন একজন রাষ্ট্রদূত নিয়োগ করার পরও তেহরান তাকে সুইডেনে পাঠাবে না।বিবিসি জানায়, ইরাকি এক শরণার্থী ঈদুল আযহার দিন মসজিদের বাইরে কোরআন পোড়ায়। এ ঘটনায় সুইডিশ পুলিশ গত সপ্তাহে জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানির দায়ে তাকে অভিযুক্ত করে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান ওই ইরাকি শরণার্থীকে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার জন্য সুইডেন সরকারকে দোষারোপ করেছেন।টুইটে এক বিবৃতিতে তিনি বলেন, “সুইডিশ সরকার কোরআন অবমাননার অনুমতি দেওয়ার কারণে রাষ্ট্রদূত পাঠানোর প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।”সম্প্রতি কয়েক মাসে কোরআন পোড়ানোর পরিকল্পনা নিয়ে সুইডেনে দাঙ্গা ছড়িয়েছে। কোরআন পুড়িয়ে বিক্ষোভ করার কয়েকটি আবেদনও সম্প্রতি বাতিল করেছিল সুইডিশ পুলিশ।কিন্তু এতে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে বলে পুলিশের সিদ্ধান্ত বাতিল করে সুইডিশ আদালত।
সুইডেনে রাষ্ট্রদূত পাঠানো বন্ধ করল ইরান
সম্পরকিত প্রবন্ধ