Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদনিউ জিল্যান্ডে চায়নিজ রেস্টুরেন্টে কুঠার হামলায় আহত ৪

নিউ জিল্যান্ডে চায়নিজ রেস্টুরেন্টে কুঠার হামলায় আহত ৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জুন: নিউ জিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে কুঠারধারী এক ব্যক্তি তিনটি চায়নিজ রেস্টুরেন্টে হামলা চালিয়ে চারজনকে আহত করেছে।সোমবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষ জানিয়েছে।মঙ্গলবার নর্থ শোর এন্ড অকল্যান্ড হাসপাতালের মুখপাত্ররা জানিয়েছেন, আহত একজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য তিনজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার রাতে হামলাকারী তিনটি চায়নিজ রেস্টুরেন্টে গিয়ে লোকজনকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়। 

এক প্রত্যক্ষদর্শী রেডিও নিউ জিল্যান্ডকে জানিয়েছেন, তিনি তার বন্ধুকে সঙ্গে নিয়ে মায়া হটপট রেস্টুরেন্টে খাচ্ছিলেন, তখন এক ব্যক্তি কুড়াল হাতে তার বন্ধুর কাছে আসে।তিনি জানান, রেস্টুরেন্টের সবাই তখন দাঁড়িয়ে যান এবং কেউ একজন চিৎকার করে বলেন, “তুমি কী করতে যাচ্ছো? তুমি এটা কেন করছো?”তখন ওই লোক তার বন্ধুকে একের পর এক আঘাত করতে থাকে বলে জানান এই নারী।নিউ জিল্যান্ডের পুলিশ জানিয়েছে, তারা ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।এই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে জানিয়েছে তারা। কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।কী কারণে এই ব্যক্তি তিনটি চায়নিজ রেস্টুরেন্টে ঢুকে লোকজনকে কুপিয়েছে সে বিষয়েও কিছু জানায়নি পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য