Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদ৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো

৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ জুন: অস্কারজয়ী হলিউড অভিনেতা আল পাচিনো চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। ৮৩ বছর বয়সী এই তারকার প্রেমিকা নুর আলফাল্লাহ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আল পাচিনোর এক প্রতিনিধি এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।প্রচার ব্যবস্থাপক স্টান রোজেনফিল্ড বলেছেন, ২৯ বছর বয়সী নুর আলফাল্লাহ এবং আল পাচিনো তাঁদের সন্তানের নাম রেখেছেন রোমান পাচিনো।‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩) এবং ‘সেন্ট অব আ উম্যান’ (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন আল পাচিনো। এর মধ্যে ‘সেন্ট অব আ উম্যান’–এ অভিনয় করে তিনি অস্কার পুরস্কারও জিতে নিয়েছেন।আলফাল্লাহ ছাড়াও সাবেক প্রেমিকাদের সঙ্গে আল পাচিনোর আরও তিনজন সন্তান আছে। আর আল পাচিনোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে রকস্টার মিক জ্যাগারের সঙ্গে সম্পর্ক ছিল আলফাল্লাহর।সম্প্রতি চলচ্চিত্র জগতের আরেক কিংবদন্তি রবার্ট ডি নিরোও ৭৯ বছর বয়সে বাবা হয়েছেন। এটি তাঁর সপ্তম সন্তান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য