Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদমার্কিন নীতি যৌথভাবে মোকাবিলা করবে ইরান-কিউবা

মার্কিন নীতি যৌথভাবে মোকাবিলা করবে ইরান-কিউবা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ জুন: যুক্তরাষ্ট্রের আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি যৌথভাবে মোকাবিলার অঙ্গীকার করেছে ইরান ও কিউবা। গতকাল বৃহস্পতিবার দেশ দুটির প্রেসিডেন্টরা এই অঙ্গীকার করেন।ইরান ও কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা ছাড়াও যুক্তরাষ্ট্রের করা সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় দেশ দুটির নাম রয়েছে।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাঁর লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে কিউবায় যান। তাঁর ত্রিদেশীয় সফরের শেষ দেশ কিউবা। কিউবার আগে তিনি ভেনেজুয়েলা ও নিকারাগুয়া সফর করেন।

কিউবা সফরকালে গতকাল রাজধানী হাভানায় দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের সঙ্গে বৈঠক করেন রাইসি।কিউবার প্রেসিডেন্ট বলেন, উভয় দেশকে (কিউবা-ইরান) কঠিন বাধা, নিষেধাজ্ঞা, চাপ, হুমকি, অবরোধসহ যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্রদের সাম্রাজ্যবাদের মুখোমুখি হতে হয়েছে। উভয় জাতি বীরত্বের সঙ্গে তা মোকাবিলা করেছে।গতকাল হাভানায় দুই দেশের মধ্যে শুল্ক, টেলিযোগাযোগ, বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে স্মারক সই হয়। স্মারক সইয়ের সময় কিউবা ও ইরানের প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।গতকাল সকালে রাইসি হাভানায় একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন। সেখানে তিনি বলেন, কিউবার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎকেন্দ্র, খনি প্রভৃতি ক্ষেত্রে কাজ করবে ইরান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য