Sunday, January 26, 2025
বাড়িখেলারোনালদোর আল নাসরে ছাঁটাই হওয়া গার্সিয়া নাপোলির কোচ

রোনালদোর আল নাসরে ছাঁটাই হওয়া গার্সিয়া নাপোলির কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ জুন: আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছিল তাঁর। পরিণামে ছাঁটাই হতে হয় রুডি গার্সিয়াকে। সেটা গত এপ্রিলের ঘটনা। মাঝে এক মাস বেকার বসে থাকার পর নাপোলির কোচের দায়িত্ব নিয়েছেন গার্সিয়া। লুসিয়ানো স্পালেত্তির জায়গায় তাঁকে কোচ বানানোর সিদ্ধান্ত গতকাল জানিয়েছে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন নাপোলি।স্পালেত্তি নাপোলিকে ৩৩ বছর পর এবার ইতালির শীর্ষ লিগ জিতিয়ে কোচের দায়িত্ব ছেড়েছেন। ইতালির দক্ষিণাঞ্চলের ক্লাবটির কোচের দায়িত্ব নিয়ে নিজের অনুভূতির কথা টুইটারে জানিয়েছেন গার্সিয়া, ‘নাপোলির প্রকল্পের দায়িত্ব নেওয়াটা দারুণ আনন্দের। ইতালিতে ফেরাও আনন্দের। অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি প্রেরণা অনুভব করছি।’আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার আগেই নাপোলির সভাপতি অরেলিয়ে দে লরেন্তিস গার্সিয়ার আসার খবর জানিয়েছিলেন। তবে রোনালদোদের সাবেক কোচের সঙ্গে ক্লাবটি কত বছরের চুক্তি করেছে, তা জানা যায়নি। ইতালিয়ান ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে গার্সিয়ার। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত এএস রোমার দায়িত্বে থাকতে ক্লাবটিকে দুবার চ্যাম্পিয়নস লিগে তুলেছেন ৫৯ বছর বয়সী এই ফরাসি কোচ। নিজের দেশে মার্শেই ও লিঁওর কোচও ছিলেন। ইতালিয়ান ভাষাটাও বেশ ভালোই জানেন তিনি।ইতালিয়ান সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, স্পালেত্তির শূন্যস্থান পূরণ করতে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকেকে উড়িয়ে আনতে পারে নাপোলি। সভাপতি অরেলিয়ে দে লরেন্তিস তখন জানিয়েছিলেন, ৪০ জন কোচের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে এবং সেখান থেকেই নতুন কোচ বেছে নেওয়া হবে। গার্সিয়া সেই সৌভাগ্যবান ব্যক্তি হলেও স্পালেত্তি নাপোলিকে যে উচ্চতায় তুলেছেন, তা ধরে রাখাটা বেশ কঠিন হবে গার্সিয়ার জন্য। নাপোলিকে লিগ জেতানোর পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও তুলেছেন ৬৪ বছর বয়সী স্পালেত্তি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য