Friday, January 24, 2025
বাড়িবিশ্ব সংবাদনাৎসিদের স্বস্তিকা প্রতীক নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

নাৎসিদের স্বস্তিকা প্রতীক নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ জুন: অস্ট্রেলিয়ায় অতি দক্ষিণপন্থীরা এখন যথেষ্ট সক্রিয়। সম্প্রতি অতি দক্ষিণপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা হয়েছে। এ অবস্থায় নাৎসি আমলের ঘৃণা ছড়ানোর প্রতীক ও চিহ্নগুলো নিষিদ্ধ করতে দেশটির পার্লামেন্টে বিল আনা হচ্ছে।আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, আগামী সপ্তাহে এই বিল পার্লামেন্টে তোলা হবে। বিলে স্বস্তিকা, এসএসের মতো প্রতীকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার বিধান থাকছে।নাৎসি আমলের সবচেয়ে পরিচিত প্রতীক হলো স্বস্তিকা। এ ছাড়া নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের আধা সামরিক বাহিনী এসএস প্রতীকও ব্যবহার করত। তাদের আর্মব্যান্ড ও পোশাকে এই চিহ্ন থাকত। এই বাহিনীই কনসেনট্রেশন ক্যাম্প পরিচালনা করত।

অস্ট্রেলিয়ার ফেডারেল অ্যাডভোকেট জেনারেল বলেন, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় এই ধরনের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে। এই সব প্রতীকের কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই। তিনি আরও বলেন, এই নব্য নাৎসিরা সহিংসতাও করেছেন। গত ১৩ মে মেলবোর্নে এ রকম সহিংসতা হয়েছে।অস্ট্রেলিয়ায় নব্য নাৎসি গোষ্ঠী বিক্ষোভ দেখিয়েছে অভিবাসীদের বিরুদ্ধে। তারা কালো পোশাক পরেছিল। অনেকের মুখ ঢাকা ছিল। তাদের হাতে ছিল অস্ট্রেলিয়ার পতাকা। তারা নাৎসিদের কায়দায় স্যালুট (অভিবাদন) করেছে।মেলবোর্নে তাদের প্রতিবাদ ছিল তৃতীয় লিঙ্গের অধিকারের বিরোধিতা করে। সেখানেও তারা নাৎসি কায়দায় স্যালুট করেছে।ফেডারেল অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, নাৎসি স্যালুট নিষিদ্ধ করার অধিকার প্রদেশগুলোর হাতে। তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য