স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কাছে গরিব কল্যাণের এক অন্যতম মিশন হল লাইট হাউজ। এক হাজার পরিবার বসবাস করার জন্য এই লাইট হাউজ নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে লাইট হাউজের কাজকর্মের অগ্রগতি সরজমিনে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। সেখানে গিয়ে ঠিকাদার এবং শ্রমিকদের সাথে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হন মেয়র এবং বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক সহ অন্যান্যরা।
পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা জানান, শহরাঞ্চলে গরীব অংশের মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আগরতলার মত শহরে। একই সঙ্গে নির্মাণ কাজে আধুনিকতা আনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল আজকের জন্য চিন্তা ভাবনাই করেন না। আগামী দিনের চিন্তা ভাবনাও করে থাকেন।
যার ফলশ্রুতিতে এই ধরনের লাইট হাউস নির্মাণ। দেশের মাত্র ৬ টি স্থানে এই ধরনের শহরাঞ্চলে লাইট হাউস নির্মাণের পাইলট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমদানী করা প্রযুক্তি এই লাইট হাউস নির্মাণে প্রয়োগ করা হচ্ছে। অকল্যান্ড থেকে আগরতলা পর্যন্ত এই প্রযুক্তি আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। এই লাইট হাউস নির্মাণের ফলে কেবল মাত্র আর্থিক দিক থেকে দুর্বল অংশের মানুষ কেবল ঘড় পাবে এমনটা নয়। একই সঙ্গে এই লাইট হাউস কম্পোজিট ডিজাইনের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এতে অঙ্গনওয়ারী কেন্দ্র , কমিউনিটি হল, হেলথ এন্ড অয়েলনেস সেন্টার থাকবে। ফলে মানুষের চাহিদা গুলি পূরণ করা সম্ভব হবে। ১০০০ হাজার মানুষ এতে থাকার সুবিধা পাবে। এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে কেবল আগরতলা শহর ও রাজ্যের গৌরব বৃদ্ধি করবে না, সমগ্র দেশের জন্য বড় উদাহরণ হিসাবে সামনে আসবে। আগামী দিনে আরো এই ধরনের প্রকল্পের বাস্তবায়ন ঘটানো হবে। তিনি আরো জানান মাটি শক্ত না থাকায় ভীত গড়তে ৩০ মিটার গভীর পর্যন্ত যেতে হয়েছে। সেখান থেকে পাইলিং করা হয়েছে। এতে করে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে। তবে সহসাই প্রকল্পের কাজ শেষ হবে। ২০২৩-র ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন বিজেপি-র রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পুর নিগমের মেয়রকে ধন্যবাদ জানান তিনি।