Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদইউক্রেনীয় সেনা হতাহত নিয়ে মস্কোর দাবি নাকচ ভাগনারপ্রধানের

ইউক্রেনীয় সেনা হতাহত নিয়ে মস্কোর দাবি নাকচ ভাগনারপ্রধানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ জুন: রুশ সামরিক বাহিনী ও দেশটির ভাড়াটে বাহিনী ভাগনারের মধ্যে নতুন করে কোন্দল দেখা দিয়েছে।দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরেই টানাপোড়েন চলছে। এখন তা প্রকাশ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের দনবাস অঞ্চলে কিয়েভ বড় ধরনের হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি রাশিয়ার। তবে রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছেন ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন।ইয়েভজেনি প্রিগোশিন বলেছেন, রাশিয়ার দাবি ‘স্রেফ অতিরঞ্জিত ও হাস্যকর বিজ্ঞান কল্পকাহিনি’।গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার বলেছে, সবশেষ এই হামলার চেষ্টায় ইউক্রেনের ৩ হাজার ৭০০ জনের বেশি সেনা হতাহত হয়েছেন।রাশিয়া বলেছে, দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের দীর্ঘ প্রতিশ্রুত আক্রমণের অংশ ছিল এই হামলা। গত রবি ও সোমবার এই হামলা করেছিল ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী গত সোমবার বলেছে, অঞ্চলটিতে বড় ধরনের হামলার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দৃঢ়তার সঙ্গে বলেন, হামলাকালে তাঁর বাহিনীর হাতে ইউক্রেনের ৩ হাজার ৭১৫ জনের বেশি সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের বেশি কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের আক্রমণের চেষ্টা ব্যর্থ হয়েছে। শত্রুকে রুখে দেওয়া হয়েছে। রুশ সেনা ও কর্মকর্তারা যুদ্ধে সাহস, বীরত্ব দেখিয়েছেন।যুদ্ধে রাশিয়ার ৭১ সেনা নিহত হয়েছেন বলে উল্লেখ করেন সের্গেই শোইগু। ইউক্রেনীয় সেনাদের হতাহতের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি গত সোমবার সন্ধ্যায় নাকচ করেন ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন। তিনি বলেন, একটি বড় সাফল্যের দাবি একটি ‘গণহত্যা’ শামিল হবে।ইয়েভজেনি প্রিগোশিন টেলিগ্রামে লিখেছেন, ‘অতএব, আমি মনে করি, এগুলো কেবলই কিছু অতিরঞ্জিত কল্পনা।’বাখমুতের উপকণ্ঠের বার্খিভকা গ্রাম থেকে রুশ বাহিনী ধীরে ধীরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন ভাগনারপ্রধান। একে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেন তিনি।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মস্কো ইয়েভজেনি প্রিগোশিনের দাবি প্রত্যাখ্যান করে। মস্কোর পক্ষ থেকে বলা হয়, ভাগনারপ্রধানের অভিযোগ বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাখমুতের শহরতলিটি (বার্খিভকা) রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে রাশিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য