Friday, March 29, 2024
বাড়িবিশ্ব সংবাদমরিশাসে উড়োজাহাজের টয়লেটে জীবন্ত নবজাতক

মরিশাসে উড়োজাহাজের টয়লেটে জীবন্ত নবজাতক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি। মরিশাস বিমানবন্দরের কর্মীরা একটি উড়োজাহাজের টয়লেটে ময়লা রাখার ঝুড়ি থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।

বিবিসি জানায়, এ ঘটনায় মাদাগাসকার থেকে আসা ২০ বছরের এক তরুণীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

‘এয়ার মরিশাস’র ওই উড়োজাহাজটি গত ১ জানুয়ারি মাদাগাসকার থেকে মরিশাসের স্যার সেভোসাগুর রামগুলাম বিমানবন্দরে অবতরণ করে।

উড়োজাহাজ অবতরণের পর নিয়মিত তল্লাশির সময় বিমানবন্দর কর্মীরা টয়লেট পেপারে রক্তের দাগ দেখতে পান এবং কারণ খুঁজতে গিয়ে ময়লা ফেলার ঝুড়িতে নবজাতকটিকে আবিষ্কার করেন। দ্রুত ছেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিমানবন্দর পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে এবং ২০ বছরের এক তরুণীকে শিশুটির মা বলে সন্দেহ করে। যদিও ওই তরুণী শুরুতে শিশুটি তার নয় বলে দাবি করেন। কিন্তু হাসপাতালে নিয়ে পরীক্ষার পর জানা যায়, সদ্য তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

দুই বছরের ওয়ার্কপারমিট নিয়ে তিনি মরিশাস গেছেন। তরুণী এবং শিশু উভয়ই সুস্থ আছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তরুণীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য