Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদসার্বিয়ায় নির্বিচার গুলির দ্বিতীয় ঘটনায় নিহত ৮

সার্বিয়ায় নির্বিচার গুলির দ্বিতীয় ঘটনায় নিহত ৮

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,৫ মে: পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায় মাত্র দুই দিনের মধ্যে আরেকটি নির্বিচার গুলির ঘটনায় আটজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।দেশটির রাজধানী বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার দক্ষিণের ছোট শহর ম্লাদিনোব্যাচে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।হামলাকারী এখনও পালিয়ে আছেন। তাকে ধরতে পুলিশ রাস্তায় রাস্তায় অবরোধ বসিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।এর আগে বুধবার বেলগ্রেডের এক স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোরের নির্বিচার গুলিতে নয়জন নিহত ও সাতজন আহত হন, পরে তাকে আটক করা হয়।সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গাসিক সর্বশেষ গুলির ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে বর্ণনা করেছেন।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাতে ম্লাদিনোব্যাচের কাছে একটি স্কুলের মাঠে তর্কাতর্কির এক ঘটনার পর সন্দেহভাজন একটি অ্যাসাল্ট রাইফেল নিয়ে ফিরে এসে লোকজনককে লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে।সার্বিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটিএস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও তার বোন রয়েছেন।সন্দেহভাজন হামলাকারীকে শুধু ইউ. বি (২১) বলে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে সার্বিয়ান পুলিশের প্রায় ৬০০ জনের একটি দল অভিযানে নেমেছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ঘূর্ণবাত’।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক শুক্রবার ভোররাতে ব্যাপক অস্ত্রে সজ্জিত পুলিশকে ম্লাদিনোব্যাচের কাছে দুবোনা গ্রামের প্রবেশমুখে একটি চেকপয়েন্ট স্থাপন করে ভেতর দিকে প্রবেশরত গাড়িগুলোতে তল্লাশি চালাতে দেখেছেন।তল্লাশি অভিযানের সঙ্গে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “এখানে রাত আলকাতরার মতো কালো, সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে এই এলাকায়ই আমরা তাকে খুঁজছি। অ্যাসল্ট রাইফেল একটি গুরুতর হুমকি।”সন্দেহভাজনের খোঁজে হেলিকপ্টার, ড্রোন ও পুলিশের অনেকগুলো টহল দল দুবোনার আশপাশের ঢেউ খেলানো পাহাড় ও বনগুলোতে তল্লাশি চালাচ্ছে।গুলিবর্ষণের ঘটনায় আহতদের ম্লাদিনোব্যাচের একটি হাসপাতাল ও বেলগ্রেডের বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার প্রথম গুলিবর্ষণের ঘটনায় বলকান এই রাষ্ট্রটি শুক্রবার থেকে তিন দিনের আনুষ্ঠানিক শোক পালন শুরু করেছে।সার্বিয়ার বন্দুক আইন অত্যন্ত কঠোর। এখানে স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ এবং নিবির্চার গুলিবর্ষণের ঘটনা তুলনামূলক কম। কিন্তু লাইসেন্সধারী বন্দুকধারীর সংখ্যার দিক থেকে দেশটি ইউরোপের শীর্ষে আছে। বিশেষভাবে দেশটির গ্রামাঞ্চলে বন্দুক সংস্কৃতি গেড়ে বসেছে বলে জানিয়েছে রয়টার্স।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য