স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মে : বুধবার গভীর রাতে এক কৃষক দম্পতির সমস্ত ফসল ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনা টি চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনি এলাকায় জাতীয় সড়ক এলাকায়।
বৃহস্পতিবার সকালবেলা কৃষক দম্পতি গৌতম দেবনাথ এবং রিঙ্কু দেবনাথ তাদের ফসলের জমিতে এসে কান্নায় ভেঙে পড়েন। জানা যায়, কচু, ঝিঙ্গা, কুমড়া, শসা গাছ ছিল। সব ধ্বংস করে দেয় দুষ্কৃতীরা ।
কৃষক গৌতম দেবনাথ এবং তার স্ত্রী রিঙ্কু দেবনাথ মিলে এই কৃষি ক্ষেত তৈরি করেছিল। বুধবার রাতে কোন এক সময় এই কান্ড ঘটনায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়ে কৃষক দম্পতি। কৃষক গৌতম দেবনাথ জানান এই ঘটনায় তাদের ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কৃষি কাজ করেই সংসার চলে। এই নিয়ে তৃতীয় বার তাদের সফল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন কৃষক।