Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদমরুময় দ্বীপ থেকে ১১ ইন্দোনেশীয় জেলেকে উদ্ধার অস্ট্রেলিয়ার

মরুময় দ্বীপ থেকে ১১ ইন্দোনেশীয় জেলেকে উদ্ধার অস্ট্রেলিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৯ এপ্রিল: অস্ট্রেলিয়ার উপকূলের একটি ক্ষুদ্র দ্বীপে ছয় দিন ধরে পানি ও খাদ্যবিহীন থাকার পর ১১ ইন্দোনেশীয় মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে।বুধবার অস্ট্রেলিয়ার মেরিটাইম সেইফটি কর্তৃপক্ষ (এএমএসএ) জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ইলসার কবলে পড়ে জাহাজ বিধ্বস্ত হওয়ার পর এই জেলেরা ভারত মহাসাগরের মরুভূমিময় বেডওয়েল দ্বীপে আটকা পড়েছিল, সোমবার রাতে (স্থানীয় সময়) তাদের হেলিকপ্টার যোগে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।বেডওয়েল দ্বীপটি পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের ব্রুম শহরের উপকূল থেকে প্রায় ৩১৩ কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নয় জেলে এখনও নিখোঁজ রয়েছেন বলে এএমএসএ জানিয়েছে। এক বিবৃতিতে এএমএসএ এর এক মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিম উপকূলে ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইলসা তাণ্ডব চালানোর পর নজরদারি অভিযানে থাকা একটি সীমান্ত নিরাপত্তা হেলিকপ্টার বেডওয়েল দ্বীপে ওই জেলেদের দেখতে পায়। তারপর তাদের উদ্ধার করে ব্রুমে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়।  ওই মৎস্যজীবীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদের দুইটি মাছ ধরার জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল, একটিতে ১০ জন ও অপরটিতে ৯ জন জেলে ছিল। তীব্র ঢেউ ও বাতাসের তোড়ে প্রথম জাহাজটি বেডওয়েল দ্বীপের তীরে চলে এলেও অপরটি ডুবে যায়।যে জাহাজটি ডুবে গেছে সেটির এক জেলে একটি জেরিক্যান ধরে ৩০ ঘণ্টা পানিতে ভেসে থাকার পর জোয়ারের স্রোত তাকেও বেডওয়েল দ্বীপের তীরে নিয়ে আসে, পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করেন। বেডওয়েল দ্বীপটি ক্লার্ক রিফ কোরাল অ্যাটোলের একটি ক্ষুদ্র বালুময় প্রবাল প্রাচীর।উদ্ধার পাওয়া এই ১১ জন জেলে এখন সুস্থ আছেন বলে অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য