Monday, March 17, 2025
বাড়িবিশ্ব সংবাদনিউইয়র্কে পার্কিং স্থাপনা ধসে পড়ে নিহত ১, আহত ৫

নিউইয়র্কে পার্কিং স্থাপনা ধসে পড়ে নিহত ১, আহত ৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৯ এপ্রিল: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটনে চারতলা একটি পার্কিং স্থাপনা ধসে পড়ে অন্তত একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও পিস বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটেছে। হতাহতরা স্থাপনাটির ভেতরে ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেঙে পড়া কাঠামোটি অস্থিতিশীল হওয়ায় দমকল কর্মীদের সরিয়ে এনে ভেতরে হতাহত আর কেউ আছে কিনা তা নিশ্চিত হতে রবোটিক ডিভাইস ব্যবহার করেন জরুরি বিভাগের কর্মীরা।কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস ভেতরে থাকা সবাইকে সরিয়ে আনা হয়েছে। কোনো নাশকতার কারণে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন না তারা।  নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার কিচ্যান্ট সিউয়েল সাংবাদিকদের বলেছেন, “এটি কাঠামোগত ধসের বাইরে অন্য কিছু, এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই।”ওয়াল্ড ট্রেড সেন্টার ও নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মাঝে ম্যানহ্যাটনের আর্থিক ব্লকে ধসের এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আসা রয়টার্সের এক ভিডিওতে দেখা গেছে, উদ্ধার অভিযান চলছে এবং কংক্রিটের চূর্ণবিচূর্ণ স্ল্যাবের মধ্যে বেশ কিছু গাড়ি একটার ওপর আরেকটা জটলা পাকিয়ে পড়ে আছে।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের ফায়ার অপরারেশন্স বিভাগের প্রধান জন এসপোসিটো জানিয়েছেন, একজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়েছে, আহত অপর চারজনকে এলাকার হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে; যষ্ঠজন আঘাত পেলেও চিকিৎসা নিতে রাজি হননি।  স্থাপনাটি ধসে পড়াকালে এই ছয়জন শ্রমিকই সেখানে ছিলেন বলে জানিয়েছেন তিনি।স্থানীয় সময় বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “ভবনটি এখনও ধসে পড়তে থাকায় এটি আমাদের দমকল কর্মীদের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি।”তিনি জানান, দমকল কর্মীদের ওই স্থাপনা থেকে বের হয়ে আসার নির্দেশ দেওয়া হলেও সেখানে তল্লাশি অভিযান অব্যাহত আছে।দমকল কর্মীদের বের করে এনে সেখানে রবোট ডিভাইস ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে এই প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির দমকল কর্মীরা একটি ধসে পড়া ভবনের ভেতরে তল্লাশি চালানোর জন্য ড্রোন ব্যবহার করছেন।বেসরকারি পিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও কর্মীরা ওই পার্কিং স্থাপনাটি ব্যবহার করতেন। সতর্কতা হিসেবে বিশ্ববিদ্যালয়টি খালি করে ফেলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।নিউ ইয়র্ক নগরীর মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেছেন, “এই ভবনটি পুরোপুরি অস্থিতিশীল।”নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এর অনলাইন রেকর্ডে দেখা গেছে, ধসের স্থানে থাকা স্থাপনাটিতে নিয়মের ৪৫টি লঙ্ঘন ঘটানো হয়েছে বলে উল্লেখ আছে, এর মধ্যে ২৫টি ২০০৩ সাল থেকেই আছে; অনিয়মের অনেকগুলোই এর লিফটের সঙ্গে সম্পর্কিত।নিয়মের এসব লঙ্ঘনের জন্য এ পর্যন্ত ৮০০ ডলার জরিমানা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য